শনিবার, ১৫ জুন, ২০১৯ ০০:০০ টা

প্রস্তাবিত মেগা বাজেট

যথাযথ বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ

দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার প্রস্তাবিত এই বড়সড় বাজেট প্রণয়নে অর্থমন্ত্রীকে বিপুল পরিমাণ ধারদেনার আশ্রয় নিতে হয়েছে। বাজেটে সরকারের মোট আয় দেখানো হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা। ব্যয়ের বিপরীতে আয় কম থাকায় ১ লাখ ৪৫ হাজার ৩৮০ কোটি টাকা ঘাটতি নিয়েই অর্থমন্ত্রীকে দেশ চালানোর বার্ষিক হিসাব-নিকাশ সাজাতে হয়েছে। বিশাল এই ঘাটতি পূরণ করা হবে বৈদেশিক ঋণ ও ব্যাংকের ঋণ নিয়ে। প্রস্তাবিত বাজেটে বড় বড় ব্যয়ের খাত খুলে বাহ্বা আদায়ের চেষ্টা চলছে। ধার করে হলেও ঘি খাওয়ার এই চেষ্টা অর্থনীতির জন্য ঝুঁকি হয়ে দেখা দিতে পারে। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের যে বিশাল টার্গেট নির্ধারণ করা হয়েছে তা পূরণে গত অর্থবছরের চেয়ে ৬৮ হাজার ৮১০ কোটি টাকা বেশি কর আদায় করতে হবে। অর্থাৎ জনপ্রতি ৪ হাজার ৩০০ টাকা অতিরিক্ত কর আদায় করা গেলে রাজস্ব আদায়ের ওই টার্গেট পূরণ সম্ভব হবে। এ ক্ষেত্রে ব্যর্থ হলে বাড়বে বাজেট ঘাটতির পরিমাণ। সোজা কথায় ব্যাংক থেকে ঋণ করে খরচ মেটানোর অস্বস্তিকর পথে আরও বেশি হাঁটতে হবে। প্রস্তাবিত বাজেটে নতুন অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৮ দশমিক ২। এটি সম্ভব হলে বিদায়ী অর্থবছরের মতো আগামী অর্থবছরেও বাংলাদেশ বিশ্বের শীর্ষ পর্যায়ের উচ্চ প্রবৃদ্ধির দেশ হিসেবে নন্দিত হবে। বাজেট প্রণয়নে দেশকে দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। যে কারণে বৈদেশিক ঋণ ও ব্যাংক ঋণের ওপর ভরসা করে বাজেটের আয়তন বাড়ানো হয়েছে। এর সুফল কতটা অর্জন হবে তা নির্ভর করছে বাজেটের যথাযথ বাস্তবায়নের ওপর। বিশেষ করে উন্নয়ন প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে দেশের চেহারা কিছুটা হলেও পাল্টাবে। বাজেটে জনকল্যাণের প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা গুরুত্বের দাবিদার। শস্যবীমা ও পর্যায়ক্রমে সর্বজনীন পেনশনের আশ্বাস দেওয়া হয়েছে অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে। সামাজিক সুরক্ষার আওতা বাড়ানোর বিষয়টিও প্রশংসার দাবিদার। তবে প্রস্তাবিত বাজেট কতটা ভালো কতটা জনকল্যাণকর বলে বিবেচিত হবে তা নির্ভর করছে এর যথাযথ বাস্তবায়নের ওপর। এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হলে বাস্তবায়ন পর্যায়ে শুভঙ্করের ফাঁকি যাতে না হয় সেদিকে সতর্ক থাকতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর