সোমবার, ১৭ জুন, ২০১৯ ০০:০০ টা
ইতিহাস

অবাঞ্ছিত বক্তব্য

১৯৭১ সালের ৬ ডিসেম্বর হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে ইউএসএইড-এর সহকারী প্রশাসক মরিস জে. উইলিয়ামসের সঙ্গে এক কথোপকথনে বাংলাদেশ প্রসঙ্গে প্রথমবারের মতো বাস্কেট কেইজ শব্দগুচ্ছ ব্যবহার করা হয়। বাস্কেট-কেইজ শব্দটি প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে প্রচলিত হয়। এটি একটি সামরিক অপভাষা (Slang)। যেসব সৈন্য যুদ্ধে তাদের চারটি হাত-পা-ই হারিয়েছে তাদের বাস্কেট কেইজ বলে অভিহিত করা হতো। স্বাভাবিকভাবেই এরকম আহত সৈনিকরা পুরোপুরি পরনির্ভরশীল ছিল। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি এমন করুণ ছিল যে, কিসিঞ্জার হয়তো ভেবেছিলেন বাংলাদেশের পক্ষে আর স্বাবলম্বী হওয়া সম্ভব ছিল না। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়ায় হেনরি কিসিঞ্জার ইন্দিরা গান্ধীর ওপর নাখোশ ছিলেন। এমনকি তিনি ইন্দিরা গান্ধীকে নিয়ে অশ্লীল মন্তব্য করেন এবং ভারতীয়দের ‘হারামি’ বলে অভিহিত করেন। অবশ্য পরে তিনি তার মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর