সোমবার, ২৪ জুন, ২০১৯ ০০:০০ টা

ভালোবাসতে হবে এতিমকে

মুফতি হেলাল উদ্দীন হাবিবী

ভালোবাসতে হবে এতিমকে

পিতৃহীন নাবালক সন্তানকে এতিম বলা হয়। এতিমকে ভালোবাসতে হবে হৃদয়ের গভীর থেকে। তার ন্যায্য অধিকার তাকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহতায়ালা এতিমের সম্পদ বুঝিয়ে দেওয়ার প্রতি গুরুত্বারোপ করেছেন। যারা এতিমের সম্পদ লুণ্ঠন করে তাদের প্রাপ্য অধিকার আদায় করে না, এমন পাপিষ্ঠদের ব্যাপারে কঠোর পরিণতির কথা বর্ণনা করেছেন। এ সম্পর্কে আল্লাহ ইরশাদ করেন, ‘তোমরা এতিমের সম্পদ বুঝিয়ে দাও এবং অপবিত্র সম্পদকে পবিত্র সম্পদ দ্বারা বদল কোরো না। আর তাদের সম্পদকে তোমাদের সম্পদের সঙ্গে মিশিয়ে গ্রাস কোরো না। নিশ্চয় এটা মহাপাপ।’ সূরা নিসা, আয়াত ২। রব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করেন, ‘যারা এতিমের ধনসম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, তারা মূলত তাদের পেট আগুন দ্বারা পূর্ণ করছে; আর অচিরেই তারা জাহান্নামের প্রজ্বলিত আগুনে নিক্ষিপ্ত হবে।’ সূরা নিসা, আয়াত ১০। প্রিয় পাঠক! আমাদের সমাজে অনেক বিত্তবানকে দেখা যায়, যদি কোনো এতিম অনাথ বা ভিক্ষুক তার কাছে সাহায্যপ্রার্থী হয়ে আসে, তখন তার সঙ্গে ধমকের স্বরে কথা বলে, তার প্রতি কঠোর ব্যবহার করে। আবার অনেকে তাকে শারীরিকভাবে আঘাত করতেও দ্বিধা করে না। অথচ মহান আল্লাহ এতিম ও ভিক্ষুকদের সঙ্গে এহেন আচরণ করতে কঠোরভাবে নিষেধ করে ইরশাদ করেন, ‘এতিমের প্রতি কঠোরতা গ্রহণ কোরো না। ভিক্ষুককে ধমক দিও না। তোমার রবের অনুগ্রহ বর্ণনা কর।’ সূরা দোহা, আয়াত ৯-১১। ইসলাম সমাজের ধনবান, সামর্থ্যবান ও বিত্তশালীদের সম্পদে নিঃস্ব, এতিম, বিধবা ও দুর্দশাগ্রস্তদের অধিকার নিশ্চিত করেছে। যারা এতিমকে ভালোবাসে, তাদের সঙ্গে সদয় ব্যবহার করে, তাদের সাহায্যে এগিয়ে আসে এবং তাদের লালন-পালনের দায়িত্ব গ্রহণ করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘মুসলমাদের ওই বাড়ি সর্বোত্তম, যে বাড়িতে এতিম আছে এবং তার সঙ্গে ভালো ব্যবহার করা হয়। আর ওই বাড়ি সবচেয়ে নিকৃষ্ট, যে বাড়িতে এতিম আছে অথচ তার সঙ্গে অন্যায় আচরণ করা হয়। [অতঃপর তিনি তাঁর দুই আঙ্গুলের দিকে ইশারা করে বললেন,] আমি এবং এতিম প্রতিপালনকারী জান্নাতে এমন কাছাকাছি অবস্থান করব।’ ইবনে মাজাহ।

লেখক : খতিব, মাসজিদুল কোরআন জামে মসজিদ কাজলা (ভাঙ্গাপ্রেস), যাত্রাবাড়ী, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর