সোমবার, ২৪ জুন, ২০১৯ ০০:০০ টা

ঋণখেলাপির তালিকা

আইনের আওতায় আনুন

ঋণখেলাপের অভিশাপে বিবর্ণ হয়ে পড়ছে দেশের ব্যাংকিং খাত। ব্যাংকের টাকা ঋণ হিসেবে নিয়ে আত্মসাৎ করার প্রবণতা দেশের অর্থনীতির জন্য বিসংবাদ সৃষ্টি করছে। প্রতিটি ব্যাংকের শত শত কোটি টাকা লোপাট হয়ে যাওয়ায় ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগছে। ফলে সৎ ও নির্ভরযোগ্য ব্যবসায়ী বা উদ্যোক্তাদের পক্ষে ঋণ পাওয়াও কঠিন হয়ে পড়ছে। অর্থমন্ত্রী গত শনিবার জাতীয় সংসদে ঋণখেলাপিদের যে তালিকা পেশ করেছেন তা চমকে ওঠার মতো। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সিআইবি ডাটাবেজ অনুযায়ী সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণখেলাপির সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৩৯০। তাদের কাছে ব্যাংকগুলোর পাওনা ১ লাখ ২ হাজার ৩১৫ কোটি ১৯ লাখ টাকা। মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী ২০১৮ সালে ঋণখেলাপির সংখ্যা বেড়েছে ৫৮ হাজার ৪৩৬। অর্থের পরিমাণ বেড়ে হয়েছে ৪৩ হাজার ২১০ কোটি ১৯ লাখ। মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী ৩০০ শীর্ষ ঋণখেলাপি বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিলেও এদের অনেকে ঋণের কোনো টাকাই ফেরত দেননি। তাদের কাছে ব্যাংকের পাওনা অর্থের পরিমাণ ৭০ হাজার ৫৭১ কোটি টাকা। খেলাপি হয়েছে ৫০ হাজার ৯৪২ কোটি টাকা। এর মধ্যে শ্রেণিকৃত হয়েছে ৫২ হাজার ৮৩৭ কোটি টাকার ঋণ। এ ছাড়া ৫ কোটি টাকার ঊর্ধ্বে ঋণখেলাপি ১৪ হাজার ৬১৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ঋণ বিতরণ করা হয়েছে ১৭ লাখ ৪১ হাজার ৩৪৮ কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়েছে ১ লাখ ১৮৩ কোটি টাকার ঋণ। ঋণখেলাপের বিরুদ্ধে সরকার এবং বাংলাদেশ ব্যাংক দৃশ্যত কড়া মনোভাব পোষণ করলেও তা বজ্র আঁটুনি ফসকা গেরোতে পরিণত হয়েছে। ঋণখেলাপির সংখ্যা কমার বদলে স্পুটনিক গতিতে বেড়েই চলেছে। ঋণখেলাপিরা দৃষ্টিগ্রাহ্য শাস্তির সম্মুখীন না হওয়ায় ব্যাংক থেকে ঋণ নিয়ে তা আত্মসাৎ করার প্রবণতা ভয়াবহভাবে বাড়ছে। ব্যাংকের অর্থ আত্মসাৎ করার ক্ষেত্রে লুটেরাদের সহযোগিতা করছে ব্যাংক পরিচালকসহ সিনিয়র কর্মকর্তারা। আত্মসাৎকৃত অর্থের একটা অংশ উৎকোচ হিসেবে যাচ্ছে তাদের পকেটে। উৎকোচের কারণে পর্যাপ্ত জামানত ছাড়াই হাজার হাজার কোটি টাকা ব্যাংক ঋণ দেওয়া হয়েছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে। দাখিলকৃত কাগজপত্র ভুয়া এমনটিও প্রমাণিত হচ্ছে। ঋণখেলাপির অপসংস্কৃতি থেকে দেশের অর্থনীতিকে রক্ষা করতে হলে রাজনৈতিকভাবে ব্যাংক পরিচালক মনোনয়নের ভুল পথ থেকে সরে আসতে হবে। খেলাপিদের শুধু তালিকা তৈরি নয়,  তাদের আইনের আওতায় আনাও জরুরি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর