সোমবার, ২৪ জুন, ২০১৯ ০০:০০ টা

বন্ড সুবিধার অপব্যবহার

ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় কাগজশিল্প

বন্ড সুবিধায় বিদেশ থেকে আমদানিকৃত কাগজের ৩০ শতাংশই অবৈধভাবে খোলাবাজারে বিক্রি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এ খাতের ব্যবসায়ীরা। রাজধানীতে কাগজ সংশ্লিষ্ট শিল্পের সঙ্গে জড়িত ছয়টি সংগঠনের যৌথ সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কিছু প্রতিষ্ঠান সরকারি নীতিমালা লঙ্ঘন করে নির্বিচারে কাগজ আমদানি করছে। তারা বন্ড সুবিধায় আমদানিকৃত ৩০ শতাংশ কাগজ খোলাবাজারে বিক্রি করে দেওয়ায় প্রতি বছর ২ হাজার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। শুল্কমুক্ত সুবিধায় আমদানিকৃত কাগজ খোলাবাজারে পাচার হয়ে যাওয়ায় অসুস্থ প্রতিযোগিতার শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। তারা দেশীয় কাগজশিল্পের সুরক্ষা ও বিকাশ নিশ্চিত করা এবং বন্ড সুবিধার অপব্যবহার বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ দাবি করেছেন। সংবাদ সম্মেলনে বলা হয়, রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের চাহিদার ভিত্তিতে শুধু ৩০০ গ্রাম ও তদূর্ধ্ব গ্রামের কাগজ ও বোর্ড বন্ড সুবিধায় আমদানি করার সুযোগ রয়েছে। কিন্তু সাম্প্রতিককালে বন্ড সুবিধা ভোগকারী কিছু প্রতিষ্ঠান সরকারি এ নীতিমালা লঙ্ঘন করে নির্বিচারে বিভিন্ন গ্রামের কাগজ ও বোর্ড আমদানি করছে। বন্ড সুবিধার আওতায় শূন্য শুল্কে আমদানি করা ৩০০ গ্রামের চেয়ে কম ওজনের এসব কাগজ ও বোর্ড খোলাবাজারে পাচার করা হচ্ছে। সংগঠনগুলোর পক্ষ থেকে স্পষ্ট করা হয় বন্ড সুবিধায় কাগজ জাতীয় পণ্য আমদানির ক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই। তাদের আপত্তি ওই কাগজ খোলাবাজারে পাচারের ক্ষেত্রে। এর ফলে সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছেন। স্মর্তব্য, কাগজ শিল্পে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। দেশের প্রায় একশটি কাগজ কলে যে কাগজ উৎপাদিত হচ্ছে তা দেশের চাহিদা মিটিয়েও অনেক দেশে রপ্তানি হচ্ছে। কাগজকলগুলো তাদের উৎপাদন ক্ষমতার অর্ধেকও ব্যবহার করতে পারছে না চাহিদার তুলনায় বেশি কাগজ কল প্রতিষ্ঠার কারণে। বিদেশ থেকে রপ্তানিমুখী পণ্যে ব্যবহারের নামে আমদানিকৃত কাগজ অবৈধভাবে খোলাবাজারে বিক্রি হওয়ায় দেশের কাগজ কলগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ছে।  এ শিল্পের সঙ্গে জড়িত হাজার হাজার কর্মজীবীর জীবিকা হুমকির সম্মুখীন হচ্ছে। কাগজ শিল্পের অস্তিত্ব রক্ষায় বন্ড সুবিধায় আমদানিকৃত কাগজ যাতে খোলাবাজারে না যায় তা নিশ্চিত করা দরকার। পাশাপাশি পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নিতে হবে। দেশীয় শিল্পের সুরক্ষায় সরকার এ ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ ভূমিকা রাখবেÑএমনটিই প্রত্যাশিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর