মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯ ০০:০০ টা

লোকসানি সরকারি প্রতিষ্ঠান

শ্বেতহস্তী পোষা যৌক্তিক কিনা ভাবতে হবে

‘কোম্পানিকা মাল দরিয়ামে ঢাল’ এমন একটি প্রবচন সবারই জানা। সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের এটি নাকি অনুসরণীয় নীতি। যে কারণে দুনিয়াজুড়ে সরকারি প্রতিষ্ঠান আর লোকসান সমার্থক শব্দ হিসেবে বিবেচিত। বাংলাদেশেও তার ব্যতিক্রম হওয়ার কথা নয়। দুর্নীতি ও অব্যবস্থাপনার ভূত ঘাড়ে থাকা সত্ত্বেও গত পাঁচ বছর সরকারি সংস্থাগুলো লাভের মুখ দেখেছে। কিন্তু চলতি অর্থবছরে শুরু হয়েছে লোকসানি হাওয়া। ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত হিসাব অনুযায়ী বিভিন্ন সরকারি সংস্থার নিট লোকসান বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৩২৫ কোটি টাকা। অথচ গত অর্থবছরের একই সময়ে রাষ্ট্রীয় সংস্থাগুলোর নিট মুনাফা ছিল ৯ হাজার ২৯৫ কোটি টাকা। চলতি বছর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকসান বেড়ে ১০ হাজার ২৭১ কোটি টাকায় দাঁড়িয়েছে। লোকসান বেড়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডেরও। গত অর্থবছর এ সংস্থাটির লোকসান ছিল ৩৫১ কোটি টাকা, যা এবার বেড়ে এপ্রিল পর্যন্ত ৫৯২ কোটি টাকা হয়েছে। বাংলাদেশ পাটকল করপোরেশনের নিট লোকসান পূর্ববর্তী অর্থবছরের ৪৯৭ কোটি টাকা থেকে বেড়ে ৬৯৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের আগের অর্থবছরে মুনাফা ছিল ৮৯৮ কোটি টাকা, চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত তা কমে ৮৮৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মুনাফা গত অর্থবছরের ৭৯২ কোটি টাকা থেকে এবার ৫৯১ কোটি টাকায় নেমে এসেছে। বিশেষজ্ঞদের মতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও বিজেএমসির মতো সংস্থাগুলো নিট লোকসান বেড়ে যাওয়ার কারণে সামগ্রিকভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিট মুনাফা থেকে নিট লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। লোকসান বৃদ্ধির পেছনে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মুনাফা হ্রাস পাওয়া অন্যতম দায়ী। বিআরটিসি গত বছর ৬ হাজার ২৬৩ কোটি টাকা মুনাফা করলেও চলতি বছর তাদের মুনাফা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৫৪৮ কোটিতে। এক বছরের ব্যবধানে বিপিসির মুনাফা ৩ হাজার ৯৯৫ কোটি থেকে কমে ১ হাজার ৯৪৫ কোটি টাকায় নেমে এসেছে। সরকারি প্রতিষ্ঠানগুলোর লোকসান দেশের অর্থনীতির জন্য বিসংবাদ সৃষ্টি করছে। সরকার পরিচালনার ব্যয় বাড়ছে লোকসানের পরিমাণ বৃদ্ধি পাওয়ায়; যাতে লাগাম টেনে ধরা জরুরি। শ্বেতহস্তী হিসেবে বিবেচিত প্রতিষ্ঠানগুলো পোষা কতটা যৌক্তিকÑ ভাবতে হবে।

সর্বশেষ খবর