বুধবার, ২৬ জুন, ২০১৯ ০০:০০ টা

সব ক্ষেত্রে সদাচরণের শিক্ষা দেয় ইসলাম

মুহম্মাদ ওমর ফারুক

সব ক্ষেত্রে সদাচরণের শিক্ষা দেয় ইসলাম

সদাচরণ একটি উত্তম গুণ। এ গুণের বদৌলতে পারিবারিক ও সামাজিক শান্তি নিশ্চিত হয়। গড়ে ওঠে ঐক্য ও সৌহার্দ্যরে পরিবেশ। যে কারণে ইসলামে পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে সদাচরণকে গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহর প্রতি নিরঙ্কুশ  আনুগত্যের পাশাপাশি বাবা-মা, আত্মীয়স্বজন, প্রতিবেশী সবার সঙ্গে সদাচরণের শিক্ষা দিয়েছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ আদেশ দিয়েছেন, ‘তোমরা আল্লাহর উপাসনা কর, তাঁর সঙ্গে আর কেউকে অংশীদার সাব্যস্ত কোরো না, পিতা-মাতার সঙ্গে সৎ ও সদয় ব্যবহার কর, আত্মীয়স্বজন, এতিম, দরিদ্র, নিকট-প্রতিবেশী, দূর-প্রতিবেশী, ভ্রমণের সহযাত্রী, অসহায় মুসাফির এবং নিজের দাস-দাসীর সঙ্গে সদয় আচরণ কর। নিশ্চয় আল্লাহ দাম্ভিক-গর্বিত ব্যক্তিকে পছন্দ করেন না।’ সূরা নিসা, আয়াত ৩৬।

উপরোক্ত আয়াতের ব্যাখ্যায় ইমাম ওয়াহেদি (রহ.) বলেন, তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তাঁর সঙ্গে কাউকে শরিক কোরো না। এ ব্যাপারে হজরত ইবনে মাসউদ (রা.) বলেন, একবার এক বেদুঈন এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করল, হে আল্লাহর নবী! আমাকে কিছু উপদেশ দিন। রসুল বললেন, আল্লাহর সঙ্গে আর কাউকে অংশী সাব্যস্ত কোরো না, যদি তোমাকে কেটে ফেলা হয় কিংবা আগুনে পোড়ানো হয় তথাপি আল্লাহর ন্যস্ত করা ফরজ নামাজ ত্যাগ কোরো না, মদপান কোরো না, কেননা তা হচ্ছে সব মন্দের চাবিকাঠি।’ পিতা-মাতার সঙ্গে সৎ ও সদয় আচরণ কর কথাটির অর্থ তাদের সঙ্গে বিনয়াবনত হও, তারা কিছু জানতে চাইলে কঠোর ভাষায় উত্তর দিও না, তাদের প্রতি অগ্নিদৃষ্টি নিক্ষেপ কোরো না, বরং তাদের সঙ্গে এমন আচরণ কর, যেমন কর্মচারীরা মালিকের সঙ্গে করে। আত্মীয়দের সঙ্গে অর্থ তাদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে চল। এতিমের সঙ্গে অর্থ এতিমের সঙ্গে স্নেহপূর্ণ ব্যবহার কর, তাদের গায়ে মাথায় হাত বুলিয়ে দাও। মিসকিনদের সঙ্গে অর্থ তাদের দান-দক্ষিণা দ্বারা সাহায্য-সহযোগিতা কর। নিকট-প্রতিবেশীর সঙ্গে অর্থ যার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রয়েছে, এমন প্রতিবেশীর তোমার ওপর তিনটি অধিকার রয়েছেÑ আত্মীয়তার, প্রতিবেশীর ও ইসলামের। দূর-প্রতিবেশীর সঙ্গে অর্থ আত্মীয় নয় কিন্তু প্রতিবেশী। তার সঙ্গে সদাচরণ কর, তোমার ওপর তারও অধিকার রয়েছে। হজরত আয়েশা (রা.) কর্তৃক আবু দাউদ ও ইবনে মাজায় বর্ণিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিবেশীর ব্যাপারে ওহির মাধ্যমে আমাকে এত বেশি তাগিদ দেওয়া হচ্ছিল যে, আমার মনে হচ্ছিল, হয় তো প্রতিবেশীকে আমার উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হবে। ভ্রমণের সহযাত্রীর ব্যাপারে হজরত ইবনে আব্বাস (রা.) বলেন, সে তোমার সফরকালীন বন্ধু, তাই তার দুটি অধিকার রয়েছে- প্রতিবেশীর ও সাহচর্যের। অসহায় মুসাফির অর্থ দুর্বল জইফ কোনো পথিক, সে আপন গন্তব্য পৌঁছা পর্যন্ত তার মেহমানদারি করতে হবে। দাস-দাসী অর্থ কর্মচারীরা, তাদের প্রয়োজনীয় ভালো খাদ্য-বস্ত্র দিতে হবে। তাদের ত্রুটি-বিচ্যুতিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে। দাম্ভিক ও গর্বিত অর্থ হজরত ইবনে আব্বাস বলেন, দাম্ভিক হচ্ছে যে নিজেকে বড় মনে করে, অথচ আল্লাহর হক আদায় করে না। আর গর্বিত সেই ব্যক্তি, যে আল্লাহর দেওয়া নিয়ামত লাভ করে আল্লাহর বান্দাদের ওপর গৌরবান্বিত মনে করে। হজরত আবু হোরায়রা (রা.) বর্ণনা করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের আগে এক যুবক জাঁকজমকপূর্ণ পোশাক-পরিচ্ছদ পরিধান করে গর্ববোধ করত এবং অহংকার করে ফিরত। সহসা মাটি তাকে গিলে ফেলল। কিয়ামত পর্যন্ত সে মাটির তলে দাবতেই থাকবে।’

আল্লাহ আমাদের তাঁর নির্দেশ অনুযায়ী সবার সঙ্গে সদাচরণের তাওফিক দিন।

লেখক : ইসলামবিষয়ক গবেষক

সর্বশেষ খবর