বুধবার, ২৬ জুন, ২০১৯ ০০:০০ টা

টাইগারদের আফগান বধ

সেমিফাইনালের পথে অগ্রগতি

আফগান প্রতিরোধ উড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট কাটার সম্ভাবনা জিইয়ে রেখেছে টাইগাররা। পরবর্তী দুটি ম্যাচে পাকিস্তান ও ভারতকে হারাতে পারলেই মিলতে পারে এ টিকিট। এই দুই কঠিন লড়াইয়ের আগে টাইগারদের আফগান বধ অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হবে। ইংল্যান্ডের হ্যাম্পশায়ারকে বলা হয় আফগানদের আখড়া। কয়েক হাজার আফগান পরিবারের বসবাস ওই এলাকায়। বলা হয়, হোম ভেন্যুতেই আফগানদের বিরুদ্ধে সোমবার বড় জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে খেলায় মাত্র ১১ রানে জিতেছিল এবং পুরো খেলায় আফগানদের দাপট ছিল স্পষ্ট। অনভিজ্ঞতার কারণেই জেতা ম্যাচ হাতছাড়া হয় আফগানদের। সেই কাবুলিওয়ালাদের বিরুদ্ধে টাইগাররা জিতেছে ব্যাটিং-বোলিং সব দিকে দাপট দেখিয়ে। যে মাঠে রান ওঠানো দুরূহ ব্যাপার সেখানে তারা খাড়া করেছে ২৬২ রানের পুষ্ট ইনিংস; যার মধ্যে সাকিব ও মুশফিকের অর্ধশত রান ছিল দৃষ্টিকাড়া। বল হাতে সাকিব ছিলেন দুর্দান্ত। প্রথম স্পেলে ২ ওভার করে ২ রানে ১ উইকেট নেন। দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসে রীতিমতো ধসিয়ে দেন আফগানদের ইনিংস। ৫ ওভারে ৮ রানে নিয়েছেন ৩ উইকেট। সব মিলে ২৯ রানে ৫ উইকেট। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন সাকিব। বিশ্বকাপের এই আসরে আগের পাঁচ ম্যাচে ব্যাটসম্যান সাকিবকে দেখেছে বিশ্ব, সোমবার দেখল বোলার হিসেবেও। ভারতের বিরুদ্ধে ম্যাচে তীব্র লড়াই করে আফগানরা যেন টাইগারদের সতর্কবার্তা দিয়ে রেখেছিল! যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্রিকেটারদের শরীরী ভাষায় একটা ‘ড্যাসিং’ ভাব চলে এসেছিল। গত বছর এশিয়া কাপেও তারা বাংলাদেশকে হারিয়েছিল। তাই নিজেদের টাইগারদের সমকক্ষ ভাবতে শুরু করেছিল। কিন্তু  বিশ্বকাপে ব্যবধানটা পরিষ্কার করে বুঝিয়ে দিলেন সাকিবরা। বাংলাদেশ খেলেছে ‘টোটাল ক্রিকেট’! যেমন ব্যাটিং, তেমন বোলিং, ফিল্ডিং তো অসাধারণ। টাইগাররা প্রথমে ব্যাটিংয়ে নেমে হতাশ করেছিলেন আফগান বোলারদের। সেরা বোলার রশিদের ১০ ওভার থেকে নিয়েছেন ৫২ রান। তারপর রানের গতি আরও বেড়েছে। ২৬২ রানের বিপরীতে আফগানদের ২০০ রানে খসিয়ে দিয়ে ছিনিয়ে নিয়েছে বিরাট জয়। এ জয় পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে তুমুল লড়াইয়ের শক্তি জোগাবে- এমনটিই প্রত্যাশিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর