সোমবার, ১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

মূল্যবোধের সংকট

সামাজিক অপরাধের বিস্তৃতি ঘটাচ্ছে

মূল্যবোধের সংকটে ভুগছে দেশ ও জাতি। পারিবারিক ও সামাজিক অপরাধের ভয়াবহ রূপ গ্রহণের পিছনে এ সংকট যে ইন্ধন জোগাচ্ছে তা সহজেই অনুমেয়। মূল্যবোধের সংকটে মানবিক সত্তা অবদমিত করে মানুষের পশু সত্তা প্রকটভাবে প্রকাশ পাচ্ছে। বীভৎস ও নিষ্ঠুরভাবে খুন হচ্ছে মানুষ। প্রকাশ্য দিবালোকে তরুণী স্ত্রীর সামনে তার স্বামীকে কুপিয়ে হত্যা করা হলেও কেউ সে অন্যায় প্রতিরোধে এগিয়ে আসছে না। খুনিদের সঙ্গে একলা লড়তে হয়েছে স্ত্রীকে এবং তার চোখের সামনে স্বামীর রক্তে রক্তাক্ত হয়েছে মাটি। নষ্ট রাজনীতি নয়ন বন্ড নামের নোংরা দানব সৃষ্টিতে মদদ জোগাচ্ছে। ঘটছে একের পর এক ধর্ষণের ঘটনা। শিশু থেকে বৃদ্ধা কেউ বাদ যাচ্ছে না পশু শক্তির প্রতিভূদের কবল থেকে। সমাজের সর্বস্তরে হঠাৎ করে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে সামাজিক অপরাধ। তুচ্ছ ঘটনায় মানুষ মানুষকে হত্যা করছে। কখনো প্রকাশ্যে কুপিয়ে, কখনো পায়ুপথে বাতাস ঢুকিয়ে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। যত দিন যাচ্ছে ততই এ ধরনের অপরাধের মাত্রা বেড়ে যাচ্ছে। মাদকের প্রভাব, সম্পদের লোভ, রাতারাতি বড়লোক হওয়ার বাসনা, সুস্থধারার বিনোদনের অভাব, নানা ধরনের বৈষম্য ও অসংগতিকে এসব অপরাধের কারণ হিসেবে চিহ্নিত করা হলেও তারুণ্যের মধ্যে সৃষ্ট হতাশাও অন্যতম একটি কারণ বলে মনে করছেন অপরাধবিজ্ঞানীরা। একই সঙ্গে দায়ী করা হচ্ছে আইন প্রয়োগের ব্যর্থতা, পারিবারিক শিক্ষার অভাব, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়কে। সমাজবিজ্ঞানী ও অপরাধবিজ্ঞানীদের মতে, পারিবারিক ও সামাজিক অপরাধের পেছনে মাদকের প্রভাব রয়েছে। সামাজিক অবক্ষয়, পারিবারিক বন্ধন আলগা হয়ে যাওয়া, নানা বৈষম্য থেকে সৃষ্ট হতাশা, বেকারত্ব, রাতারাতি বড়লোক হওয়ার আকাক্সক্ষাও অপরাধ সংঘটনে ভূমিকা রাখছে। সেই সঙ্গে আইনের প্রয়োগ না হওয়া, বিচারহীনতার সংস্কৃতি, রাজনৈতিক আশ্রয়ে অপরাধ করে পার পেয়ে যাওয়া, খুনের আসামি গ্রেফতার না হওয়া, গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে আবার অপরাধে জড়িয়ে পড়া, বছরের পর বছর মামলা ঝুলে থাকাসহ সামাজিক ও নৈতিক অধঃপতনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। পারিবারিক ও সামাজিক অপরাধের লাগাম টেনে ধরতে সমাজ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। সত্য সুন্দর ও কল্যাণের মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে সামজবদ্ধ মানুষকে। মাদকের বিরুদ্ধে নিতে হবে আপসহীন ভূমিকা। সন্ত্রাস ও বখাটেপনা উপড়ে ফেলতে নিতে হবে পদক্ষেপ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর