শুক্রবার, ৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ওয়াসার পানিতে ব্যাকটেরিয়া

লঙ্ঘিত হচ্ছে রাজধানীবাসীর মানবাধিকার

পানির অপর নাম জীবন। কিন্তু ওয়াসার পানিতে এমন সব উপাদান ও ব্যাকটেরিয়ার সন্ধান মিলেছে, যা মানুষের জীবনের জন্যও হুমকি। ওয়াসার পানি পরীক্ষার জন্য হাই কোর্টের নির্দেশে গঠিত কমিটির পরীক্ষায় ঢাকার সায়েদাবাদ ও চাঁদনীহাটের পানিতে মিলেছে ক্ষতিকর ব্যাকটেরিয়া। কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, তাদের সংগৃহীত ৩৪টি নমুনার মধ্যে ৮টিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া পাওয়া গেছে। কিছু কিছু এলাকার পানিতে পাওয়া গেছে মলের জীবাণু। স্মর্তব্য, ২১ মে ঢাকার ৩৪ জায়গার পানি পরীক্ষার নির্দেশ দেয় হাই কোর্ট। এজন্য আইসিডিডিআরবি, বুয়েটের ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসোলেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সমন্বয়ে গঠন করে দেওয়া হয় একটি বিশেষজ্ঞ কমিটি। ওইদিন আদেশে হাই কোর্ট বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, ভূগর্ভস্থ ও ভূমিস্থ চারটি উৎস, ১০টি বিতরণ জোন এবং গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে ১০টি ঝুঁকিপূর্ণ ও দৈবচয়নের ভিত্তিতে ১০টি স্থান থেকে নমুনা সংগ্রহ করতে বলে। সম্প্রতি বিশেষজ্ঞ কমিটি তাদের প্রতিবেদন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দাখিল করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সংগৃহীত পানিতে উচ্চমাত্রার অ্যামোনিয়া, ট্রাই-ক্লোরামাইনস ও ডাই ক্লোরামাইনসের অস্তিত্ব পাওয়া গেছে। ক্ষতিকর এসব ব্যাকটেরিয়া রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। ঢাকার অন্য এলাকার পানিতে কোনো ধরনের দূষণ আছে কিনা তা খুঁজে বের করার পরামর্শও দিয়েছে কমিটি। ওয়াসার পানি নিয়ে গ্রাহকদের অভিযোগ দীর্ঘদিনের। তিন দশক আগে রাজধানীর বেশির ভাগ মানুষ ওয়াসার পানি সরাসরি পান করত। এখন ৯০ শতাংশ মানুষ পানি ফুটিয়ে পান করে। তার পরও অস্বস্তিতে ভোগে কোনো কোনো এলাকার পানিতে দুর্গন্ধ থাকায়। ওয়াসার পানির মান ক্ষুণœ হওয়ার প্রধান কারণ স্যুয়ারেজ লাইনের দূষিত বর্জ্য ওয়াসার পানিতে ঢুকে যাওয়া। ওয়াসার করিৎকর্মা কর্মীরা অবৈধ সংযোগ লাইন দিয়ে পকেট ভারী করেন এমন অভিযোগ ওপেন সিক্রেট। তড়িঘড়ি করে অবৈধ সংযোগ দেওয়ার সময় পানির পাইপলাইনে ছিদ্র থাকলে তাতে স্যুয়ারেজ লাইনের বর্জ্য সহজেই মিশে যায়। আমরা আশা করব, ওয়াসার পানির মান রক্ষায় আদালতের উদ্যোগ সফল হবে। কীভাবে গ্রাহকের কাছে পানযোগ্য বিশুদ্ধ পানি সরবরাহ করা যায় সে পথও উন্মোচন হবে। নিশ্চিত হবে রাজধানীর পৌনে ২ কোটি মানুষের বিশুদ্ধ পানি পান করার মৌলিক অধিকার।

সর্বশেষ খবর