সোমবার, ৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা
বিচিত্রিতা

মিঠা পানির মাছ

বিশ্বে স্বাদুপানির মাছের উৎপাদনে বাংলাদেশের অবস্থান এখন চতুর্থ স্থানে। বিগত ২০১৩-১৪ সালে দেশে প্রায় ৩৭ লাখ টন মাছ উৎপাদিত হয়েছে এবং বিগত এক দশক ধরে মাছের উৎপাদন বৃদ্ধির হার শতকরা ৫ ভাগের ওপর সূচিত হয়ে চলেছে। উৎপাদন বৃদ্ধির এই হার ভবিষ্যতে স্থিতিশীল রাখার বিষয়টি নানা কারণে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে; বিশেষ করে মুক্ত জলাশয়ের মাছের ব্যবস্থাপনা ও সংরক্ষণে উৎকর্ষতা অর্জনে দৃশ্যত আমাদের ব্যর্থতা পরিলক্ষিত হচ্ছে।  প্রাকৃতিক মৎস্য পপুলেশনের ব্যবস্থাপনা ও সংরক্ষণে জৈব-প্রতিবেশিক বিষয়াদির সুচিন্তিত প্রয়োগ এবং প্রতিপালনই কেবল মৎস্য জীববৈচিত্র্য তথা প্রজাতি-বৈচিত্র্য, কৌলিতাত্ত্বিক বৈচিত্র্য ও পবিবেশের বৈচিত্র্য রক্ষা করতে পারে; স্পষ্টত আমাদের মুক্ত জলাশয় ব্যবস্থাপনায় তা রক্ষিত হচ্ছে না, আর সেই চিন্তনের বিষয়টি মৎস্য উৎপাদনের সার্বিক কর্ম-কান্ডের সঙ্গে সক্রিয় বিবেচনায় আনা এখন একান্তভাবেই সময়ের দাবি বলে মনে হয়। আমাদের দেশে মাছের উৎপাদন বাড়ার বিষয়টি যেমন প্রশস্তির, তেমনি এ উৎপাদন বৃদ্ধির বর্তমান যে প্রবণতা   সেটি উদ্বেগজনক। বিগত ১৭ বছরের উৎপাদনের উপাত্ত পর্যালোচনা করলে দেখা যায় যে মুক্ত জলাশয়ের বার্ষিক মোট উৎপাদন বৃদ্ধি প্রায় ৭ লাখ টন থেকে ১০ লাখ টনের মধ্যে সীমাবদ্ধ থেকেছে; একই সময়ে অভ্যন্তরীণ বদ্ধ জলাশয়ের চাষ থেকে প্রাপ্ত মাছের উৎপাদন ৬ লাখ টন থেকে ১৬ লাখ টনে পৌঁছেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর