মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বিদেশে অর্থ পাচার

নজরদারি বাড়াতে হবে

আমদানি ও রপ্তানি বাণিজ্যের নামে টাকা পাচার হয়ে যাওয়ার ব্যাপারে বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মানি লন্ডারিং প্রতিরোধবিষয়ক সংস্থা এশীয় প্যাসিফিক গ্রুপ (এপিজি)। সংস্থাটি বাংলাদেশের চুরি হওয়া রিজার্ভের অর্থ ফেরত দিতে ফিলিপাইনের ওপর চাপ সৃষ্টির আশ্বাসও দিয়েছে। সংস্থাটি বলছে, কোনো দেশ মানি লন্ডারিং প্রতিরোধের নিয়মকানুন পুরোপুরি পরিপালন করলে ওই অর্থ বাইরে যেত না। এ থেকে প্রমাণিত হয়, ফিলিপাইনে মানি লন্ডারিং প্রতিরোধের নিয়মকানুন পরিপালনে বেশ দুর্বলতা রয়েছে। ঢাকা সফররত এপিজির একটি প্রতিনিধি দল রবিবার সচিবালয়ে মানি লন্ডারিং প্রতিরোধ-সংক্রান্ত কো-অর্ডিনেশন কাউন্সিলের নিয়মিত বৈঠকে অংশ নেয়। এতে বাংলাদেশ ব্যাংক, দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এনবিআর, ব্যাংকিং বিভাগসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ বর্তমানে এপিজির কো-চেয়ারের দায়িত্ব পালন করছে। ২০২০ সালের এপিজির বার্ষিক সভা ঢাকায় হওয়ার কথা রয়েছে। বৈঠকে তার প্রস্তুতির বিষয়েও আলোচনা হয়েছে। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে আলোচনা হয়। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিপাইন সদস্য দেশ হওয়ায় তাদের বিরুদ্ধে এপিজি চাপ প্রয়োগ করবে। বাংলাদেশ ও ফিলিপাইন দুই দেশই এপিজির সদস্য-রাষ্ট্র হওয়ায় তারা এ ব্যাপারে প্রভাব খাটাবে। বৈঠকে সন্ত্রাসে অর্থায়ন ও মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে বাংলাদেশ কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলায় এপিজি সন্তোষ প্রকাশ করেছে। তবে আমদানি-রপ্তানির ক্ষেত্রে যেসব সন্দেহজনক লেনদেন হয় সেগুলোর ব্যাপারে মনিটরিং জোরদারের নির্দেশনা দিয়েছে এপিজি। বিদেশে অর্থ পাচার হয়ে যাওয়া উন্নয়নশীল দেশগুলোর অভিন্ন সমস্যা। বাংলাদেশ থেকেও প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে যাচ্ছে বলে সন্দেহ করা হয়। বিশেষ করে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে পণ্যের দাম কমবেশি দেখিয়ে অর্থ পাচারের বিষয়টি ওপেন সিক্রেট। বিদেশে অর্থ পাচার রোধ করা গেলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়বে। অর্থ পাচার রোধে সরকার এপিজির পরামর্শ মেনে চলছে এবং এ ক্ষেত্রে সরকারের উদ্যোগী ভূমিকা ইতিমধ্যে প্রশংসা পেয়েছে। আমরা আশা করব, এপিজি বাংলাদেশের চুরি যাওয়া রিজার্ভের অর্থ আদায়ে ফিলিপাইনের ওপর তাদের প্রভাব খাটাবে। ভবিষ্যতে যাতে এ ধরনের বিপদ না ঘটে সেজন্য সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের বিষয়টিও প্রাসঙ্গিকতার দাবিদার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর