বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

আল্লাহ ও বান্দার সম্পর্ক প্রসঙ্গে রসুল (সা.)

মুহাম্মদ জিয়াউদ্দিন

রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর যাপিত জীবনে সাহাবিদের উদ্দেশে অসংখ্য ভাষণ দিয়েছেন। এমনই একটি ভাষণে তিনি বান্দার ওপর আল্লাহর নির্দেশাবলি এবং আল্লাহ ও বান্দার সম্পর্ক নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, আল্লাহ ইরশাদ করেন, হে আমার বান্দাগণ! আমি আমার নিজের নফসের ওপর জুলুম হারাম করে দিয়েছি ও তোমাদের পরস্পরের ওপরও তা হারাম করে দিয়েছি। তাই তোমরা কখনো পরস্পর জুলুম কোরো না। হে আমার বান্দাগণ! আমি যাকে হেদায়াত দান করি সে ছাড়া তোমরা সবাই পথভ্রষ্ট। আমার কাছে হেদায়াতের জন্য প্রার্থনা কর, আমি তোমাদের হেদায়াত দান করব। হে আমার বান্দাগণ! আমি যাকে খাদ্য দান করি সে ছাড়া তোমরা সবাই ক্ষুধার্ত। তাই খাদ্যের জন্য আমার কাছে প্রার্থনা কর, আমি তোমাদের খাদ্য দান করব। হে আমার বান্দাগণ! আমি যাকে আবৃত করি সে ছাড়া তোমরা সবাই বস্ত্রহীন। তাই বস্ত্রের জন্য আমার কাছে প্রার্থনা কর, আমি তোমাদের বস্ত্র দান করব। হে আমার বান্দাগণ! তোমরা দিনরাত গুনাহ করে থাকো আর আমি তোমাদের তামাম গুনাহ মাফকারী। তাই আমার কাছে ইসতিগফার কর, আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। হে আমার বান্দাগণ! না তোমরা আমার কোনো অনিষ্ট করতে সক্ষম যে আমার অনিষ্ট করবে, আর না তোমরা আমার কোনো উপকার করতে সক্ষম যে আমার কোনো উপকার করবে। হে আমার বান্দাগণ! তোমাদের সব পূর্ববর্তী ও পরবর্তী জিন এবং মানুষ উৎকৃষ্ট পরহেজগার ব্যক্তির মতো হলেও আমার রাজ্যের কোনো প্রবৃদ্ধি হবে না। আর তোমাদের সব পূর্ববর্তী ও পরবর্তী জিন ও মানুষ নিকৃষ্ট ব্যক্তির মতো হলেও আমার রাজ্যের কোনো ক্ষতিসাধন করতে পারবে না। হে আমার বান্দাগণ! তোমাদের সব পূর্ববর্তী ও পরবর্তী জিন ও মানুষ কোনো এক ময়দানে একত্রিত হয়ে আমার কাছে প্রার্থনা করলে প্রত্যেক ব্যক্তিকে তার প্রার্থনা মোতাবেক যদি দান করি, তাতে সমুদ্রে সুচ প্রবেশের কারণে যা হ্রাস পায়, সেরূপ ছাড়া আমার কাছে যা আছে তার হ্রাস হবে না। হে আমার বান্দাগণ! এসব তোমাদের আমল, যা আমি লিপিবদ্ধ করছি এবং তার পরিপূর্ণ প্রতিদান আমি তোমাদের প্রদান করব। তাই যে কল্যাণ লাভ করবে, সে যেন আল্লাহর প্রশংসা আদায় করে এবং যে এ ছাড়া অন্য কিছু লাভ করবে, সে যেন তার নিজের নফস ছাড়া অন্যকে দোষারোপ না করে। এসব এজন্য যে আমি দাতা, পরিপূর্ণ ভা-ারের অধিকারী, মহানুভব। আমি যা চাই, তা-ই করি। আমার দান ও বদান্যতা আমার এক হুকুমমাত্র। আমার আজাবও আমার এক হুকুমমাত্র। আমি যখন কোনো জিনিসের ইচ্ছা পোষণ করি তখন আমি বলি হও এবং তখনই তা হয়ে যায়।

তিরমিজি, নাসায়ি।

লেখক : ইসলামবিষয়ক গবেষক।

সর্বশেষ খবর