শিরোনাম
রবিবার, ১৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বন্যার ছোবল

দুর্গতদের পাশে দাঁড়াতে হবে

বন্যা ছোবল হেনেছে দেশের বিভিন্ন প্রান্তে। বন্যায় পার্বত্য জেলা বান্দরবান দেশের অন্যান্য এলাকা থেকে যোগাযোগ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার বিকাল পর্যন্ত নীলফামারীতে তিস্তা নদীর পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর পানি বৃদ্ধির কারণে টাঙ্গাইলের একটি ওয়ার্ড নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গাইবান্ধার বিভিন্ন পয়েন্টে তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার নিম্নাঞ্চলের কিছু গ্রাম, ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। নেত্রকোনায় প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দেড় শতাধিক স্কুলে পানি ঢুকে পড়ায় পাঠদান বন্ধ হয়ে গেছে। মেঘনার ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চকবাজার। বিভিন্ন স্থানে বানভাসি মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছে। সিলেটের সব কটি নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বান্দরবানে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে জেলা সদর ও লামা উপজেলার ৮০ ভাগ এলাকায় বানের পানি ঢুকে একাকার হওয়ার কারণে। সাঙ্গু নদ ও মাতামুহুরী নদীর পানি বেড়ে বিপদসীমার ৮০ থেকে ৯০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঘন বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্যার কারণে দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে। বন্যাদুর্গতদের জন্য দেশের বিভিন্ন এলাকায় খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। আশ্রয় কেন্দ্রগুলোয় ঠাঁই নেই ঠাঁই নেই অবস্থা। সরকারিভাবে ত্রাণ তৎপরতা চললেও তা চাহিদার জন্য পর্যাপ্ত নয়। বন্যায় এ পর্যন্ত কয়েকজনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে শুক্রবার পর্যন্ত কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের দুই শিশু পাহাড়ি ঢলে ভেসে মারা গেছে। জামালপুরে ঢলের পানিতে ডুবে মারা গেছে এক বৃদ্ধ। বর্ষা মৌসুমে বন্যা বাংলাদেশের এক সাংবার্ষিক সমস্যা। এ বছরও বন্যা আঘাত হেনেছে বিভিন্ন জেলায়। বন্যার কারণে বেড়ে গেছে পিয়াজ, আলুসহ সবজির দাম। বন্যাদুর্গত এলাকা শুধু নয়, সারা দেশের জনজীবন নিত্যপণ্যের বাড়তি দামের চাপের মুখে পড়েছে। বন্যাদুর্গতদের পাশে সরকার দাঁড়ালেও তা দুর্গতদের জন্য যথেষ্ট নয়। বন্যার্তদের ত্রাণে বিভিন্ন সামাজিক সংগঠন ও সমাজের সম্পন্ন মানুষ এগিয়ে এলে বিপদাপন্নদের দুর্ভোগ লাঘবে অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর