রবিবার, ১৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

১০ লাখ অবৈধ বাংলাদেশি

সমস্যা সমাধানের উদ্যোগ নিন

বিশ্বের ৫০টির বেশি দেশে কমপক্ষে ১০ লাখ বাংলাদেশির বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান নিঃসন্দেহে উদ্বেগজনক। ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া কিংবা ট্রাভেল ভিসায় কোনো দেশে গিয়ে অবৈধভাবে সেখানে অবস্থান করছেন এমন বাংলাদেশির সংখ্যা আরও বেশি হতে পারে বলেও অনেকের ধারণা। বাংলাদেশ প্রতিদিনের শীর্ষ প্রতিবেদনে বলা হয়েছে, এসব বাংলাদেশি মালয়েশিয়া, সৌদি আরব, আরব আমিরাতের মতো শ্রমঘন দেশগুলোয় যেমন আছেন, তেমন আছেন উন্নত বিশ্ব হিসেবে পরিচিত ইউরোপ-আমেরিকায়ও। অবৈধ অবস্থানসহ বিভিন্ন অপরাধে সম্পৃক্ত থাকায় বিদেশের কারাগারে বন্দী ৮ হাজার ৮৪৮ জনের তথ্য আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। প্রবাসী বাংলাদেশি, জনশক্তি বাজার ও অভিবাসন-সংশ্লিষ্টদের তথ্যানুসারে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতেই অবৈধভাবে অবস্থান করছেন ২ লাখের বেশি বাংলাদেশি। যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড ট্রাম্পের ১০ লাখ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানোর সিদ্ধান্তও ভাবিয়ে তুলেছে সেখানে থাকা বাংলাদেশিদের। ইউরোপে শুধু স্পেনে বিভিন্ন কারণে অবৈধ হয়ে পড়েছেন প্রায় ১০ হাজার বাংলাদেশি। মালয়েশিয়ায় প্রায় ৩ লাখ বাংলাদেশি যে কোনো মুহূর্তে গ্রেফতারের আতঙ্কে থাকেন। গত বুধবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে নিরাপত্তাবাহিনীর অভিযানে ৪৪ অবৈধ বাংলাদেশি আটক হন। ৭ জুলাই মালয়েশিয়ার সেপাং নদীর ১০০ মিটার ভিতরে জঙ্গলে অভিযান চালিয়ে ৩৩ বাংলাদেশিকে আটক করে দেশটির পুলিশ। গত চার মাসে আটকের সংখ্যা প্রায় ৪ হাজার। দেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবেও কাজ হারানো কিংবা ভিসার মেয়াদ না থাকায় গ্রেফতার হয়ে দেশে ফেরার শঙ্কায় আছেন এমন বাংলাদেশির সংখ্যা ২ লাখের কম নয়। সৌদি আরবে বিদেশিদের কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়ে পড়েছে সম্প্রতি। সরকারি ও বেসরকারি খাতের ১২টি পেশায় বিদেশিদের কাজ করা নিষিদ্ধ হওয়ায় ওই দেশে কর্মরত বিদেশিদের বসবাসের অনুমতিপত্র নবায়ন করা হচ্ছে না। বাহরাইনে প্রায় ২ লাখ বাংলাদেশি কর্মরত, যার প্রায় এক তৃতীয়াংশ অবৈধ হয়ে পড়েছেন। একই অবস্থায় রয়েছেন অন্য আরব ও উপসাগরীয় দেশে কর্মরত বাংলাদেশিরাও। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স যেহেতু দেশের অর্থনীতিতে প্রাণভোমরার ভূমিকা পালন করছে, সেহেতু তাদের সমস্যা সমাধানে সরকার এগিয়ে আসবে- এমনটিই প্রত্যাশিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর