রবিবার, ১৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা
বিচিত্রতা

বিপন্ন জীববৈচিত্র্য

পৃথিবীর উত্তাপ বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ আফ্রিকায় তাদের সবচেয়ে বড় ক্রগার ন্যাশনাল পার্কের ৬০ ভাগ প্রজাতি ঝুঁকির মধ্যে রয়েছে বলে সে দেশের বন বিভাগের তরফ থেকে জানানো হয়েছে। ব্যাপক ব্যবস্থা গ্রহণ সত্ত্বেও সেখানকার ৩০০ প্রকার গাছের মধ্যে ৬০ ভাগ বিলুপ্ত হতে পারে আগামী ৫০ বছরের মধ্যে। তাই তারা খুবই আতঙ্কিত। দক্ষিণ আফ্রিকার বন বিভাগ পরিচালিত গবেষণায় বলা হয়েছে, বিলুপ্ত হতে পারে এমন উদ্ভিদের মধ্যে তাদের জাতীয় ফুল ‘কিং প্রটিয়া’ রয়েছে। অন্যদিকে ব্রাজিলের ৭০ ভাগ প্রজাতি অদূর ভবিষ্যতে ধ্বংস হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সে দেশের বন বিভাগ ও বিজ্ঞানীরা। ‘পৃথিবীর ওপর উচ্চ তাপমাত্রার প্রতিক্রিয়া’ শীর্ষক এক রিপোর্টে লিডস্ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস থমাস জানিয়েছেন, প্রায় ১০ লাখ প্রজাতির জীবের বিলুপ্তির আশঙ্কা রয়েছে। এ গবেষণায় জীববিদ্যা বিভাগের অধ্যাপক থমাস বলেছেন, অবস্থা যদি সে রকম হয় তাহলে তা পৃথিবীর অস্তিত্বের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে। থমাসের এ গবেষণায় চারটি মহাদেশের প্রাণিকুলের ওপর দীর্ঘ সময়ের জরিপের ফলাফল একত্রিত করা হয়েছে। সম্প্রতি পরিবেশ -বিষয়ক ম্যাগাজিন ‘নেচার’-এ তাদের এ গবেষণাটি প্রকাশিত হয়েছে। গবেষণায় বলা হয়েছে, ক্ষতির আশঙ্কার মধ্যে রয়েছে এমন প্রাণিকুলের ১০ ভাগের অবস্থা খুব শোচনীয়। এর কারণ উচ্চ তাপমাত্রা। ওজোনস্তর ক্ষয়ের কারণে সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি এসে পড়েছে পৃথিবীর ওপর। ফলে পৃথিবীর প্রাণী প্রজাতির ওপর পড়ছে এর ভয়াবহ প্রভাব। এই অতিবেগুনি রশ্মি পৃথিবীর স্বাভাবিক তাপমাত্রাকে ব্যাপকভাবে বদলে দিয়েছে। এ গবেষণাটি করতে পৃথিবীর তাবৎ বড় বড় গবেষকের লেগেছে দুই বছর। ইউরোপ, অস্ট্রেলিয়া, মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ আফ্রিকার প্রাণিকুলের ওপর গবেষণায় দেখা যাচ্ছে, যেসব এলাকায় প্রাণিকুল উঁচু পাহাড়ের ওপর বসবাস করছে তারা অপেক্ষাকৃত নিরাপদে আছে এবং নিরাপদ থাকার সম্ভাবনা তাদের বেশি। কারণ তাপমাত্রা আরও বেড়ে গেলে তারা পাহাড়ের আরও ওপরে উঠে যেতে পারবে। তারা যত ওপরে উঠবে তত শীতের কাছাকাছি পৌঁছবে। আর এতে কিছু পাখির বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। এসব পাখি অতিদ্রুত ও দীর্ঘ সময় উড়তে পারে। তাই গাছপালা এবং অন্য স্থল প্রাণীদের বিলুপ্তির আশঙ্কা বেশি। কারণ তাদের স্থানান্তরের সুযোগ নেই। গবেষণায় বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় ঝুঁকিপূর্ণ ২৪ প্রজাতির প্রাণীর মধ্যে ৩ প্রকারের প্রজাতির খোঁজ এখনো পাওয়া যায়নি। বাকি ২১ প্রজাতির প্রায় অর্ধেক উচ্চ তাপমাত্রার কারণে বিলুপ্ত হতে পারে।

মুন্সি জামিলউদ্দিন

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর