মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ক্রিকেটের নতুন রাজা

বিশ্বকাপের ট্রফি ইংল্যান্ডের ঘরে

বিশ্ব ক্রিকেটের নতুন রাজা ইংল্যান্ড। ক্রিকেটের স্বর্গ নামে অভিহিত লর্ডসের মাঠে মহানাটকীয় ফাইনালে তারা নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা অর্জন করেছে। চমকপ্রদ এ জয়টি এসেছে সুপার ওভারে। লর্ডসে রবিবার নির্ধারিত ৫০ ওভারের ম্যাচ ‘টাই’ হয়। দুই দলের স্কোরলাইনই ২৪১। ম্যাচ গড়ায় সুপার ওভারে। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ১৫ রান করে। কিন্তু নিউজিল্যান্ডও ১৫ রানের বেশি করতে না পারায় সুপার ওভারের খেলাও টাই হয়। তবে সুপার ওভারে বেশি বাউন্ডারি মারার সুবাদে ইংল্যান্ড শিরোপা জয়ের উৎসবে মেতে ওঠার সুযোগ পায়। ইংল্যান্ডের শিরোপা জয়ের নায়ক বেন স্টোকস, যিনি ৯৮ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলে ইংল্যান্ডকে টেনে নিয়ে গেছেন। সুপার ওভারেও ইংল্যান্ডকে পথ দেখিয়েছেন এই অকুতোভয় ক্রিকেটার। তাই তো স্টোকসকে এখন ‘জাতীয় বীর’ হিসেবে দেখছেন ইংলিশরা! নির্ধারিত ৫০ ওভারের শেষ ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ১৫ রান। কিন্তু স্বাগতিকরা ১৪ রান করায় ম্যাচ টাই হয়ে যায়। বলা যায়, বিশ্ব ক্রিকেটের ফাইনালের পুরোটা সময় ছিল রোমাঞ্চে ভরপুর। নিউজিল্যান্ডের দেওয়া ২৪২ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ৮৬ রানে চতুর্থ উইকেটের পতন হয় ইংল্যান্ডের। তারপর পঞ্চম উইকেটে বেন স্টোকস ও জস বাটলারের ১১০ রানের জুটিই পাল্টে দেয় ফাইনালের রং। কিন্তু ৫৯ রানে বাটলারের বিদায়ে জমে ওঠে ম্যাচ। দ্রুত ওকসের উইকেট নিয়ে ম্যাচের লাগাম টেনে ধরে নিউজিল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত নানা নাটকীয়তার খেলা টাই হয়ে যায়। রবিবার লর্ডসে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালকে এ যাবৎকালের সবচেয়ে নাটকীয় ফাইনাল বলে অভিহিত করা যায়। এ ফাইনালে ইংল্যান্ডের জয়ের মাধ্যমে ক্রিকেটের জন্মদাতা দেশ ইংল্যান্ড প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা অর্জন করল। যে জাতির কাছে সারা দুনিয়া ক্রিকেট শিখেছে এত দিন শিরোপা ছিল তাদের কাছেই অধরা। শেষ পর্যন্ত ইংল্যান্ড শিরোপা অর্জন করলেও নিউজিল্যান্ড হার না মানা ক্রিকেটই খেলেছে শেষ মুহূর্ত পর্যন্ত। ইংল্যান্ডের সঙ্গে ৫০ ওভারের ম্যাচ ও ১ ওভারের সুপার ম্যাচ টাই হলেও বাউন্ডারি বেশি করার কারণে ভাগ্যের শিকে ঝুলেছে ইংল্যান্ডের। এবারের বিশ্বকাপে ইংল্যান্ডকেই সবচেয়ে ফেবারিট দল হিসেবে ভাবা হচ্ছিল। শিরোপা জয়ের মাধ্যমে সে ধারণাই সত্যি বলে প্রমাণিত হলো। শিরোপাজয়ী ইংল্যান্ড দলকে আমাদের অভিনন্দন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর