বুধবার, ১৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বন্যা পরিস্থিতির অবনতি

দুর্গতদের পাশে দাঁড়াতে হবে

দেশের ২০টি জেলা বন্যায় আক্রান্ত হওয়ায় রাজধানীর সবজিবাজারে মূল্য বৃদ্ধির পাঁয়তারা শুরু হয়েছে। কাঁচা মরিচের দাম একলাফে উঠেছে কেজিপ্রতি ১৫০ টাকা। ৫০ টাকা কেজির নিচে কোনো সবজি পাওয়া দুষ্কর হয়ে উঠেছে। বন্যা আক্রান্ত এলাকায় ছড়িয়ে পড়ছে রোগব্যাধি। বন্যা আরও থাবা বিস্তার করতে পারে এমন আশঙ্কাই জোরদার হয়ে উঠেছে। বন্যাদুর্গত এলাকায় সরকারের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা চালানো হলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। বেসরকারি পর্যায়ে ত্রাণ তৎপরতা নেই বললেই চলে। ফলে বন্যাদুর্গত এলাকায় লাখ লাখ পানিবন্দী মানুষ ত্রাণের জন্য অসহায়ভাবে অপেক্ষা করছে। উজান থেকে আসা ঢল দেশের বন্যা পরিস্থিতির অবনতির জন্য দায়ী। ভারত, চীন, নেপাল- তিন প্রতিবেশী দেশেই আঘাত হেনেছে বন্যার ছোবল। ভাটির দেশ বাংলাদেশে আসছে সে পানির ছোবল। বন্যার ফলে উপদ্রুত অঞ্চলের বিপুলসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। রাজপথ ও রেলপথে বন্যার থাবা যোগাযোগব্যবস্থার জন্য অশনিসংকেত হয়ে দেখা দিয়েছে। বন্যাদুর্গত এলাকার রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যাওয়ায় সড়কপথে যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে। রেলপথেও বেড়েছে ঝুঁকি। বন্যা বাংলাদেশের জন্য একটি সাংবার্ষিক সমস্যা। এ বছর দেশে বৃষ্টিপাতের পরিমাণ অন্য বছরের চেয়ে কম হলেও উজানে ব্যাপক বৃষ্টিপাত বাংলাদেশের মানুষের জন্য দুর্ভোগ নিশ্চিত করেছে। ভূপৃষ্ঠের তাপ বৃদ্ধি পাওয়ায় আবহাওয়ায় যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে, তার প্রভাবে বন্যা ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের ছোবল বিশ্বজুড়ে বিস্তৃত হচ্ছে। সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে উপকূলভাগের দেশগুলো। দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম মহানগরে জোয়ারের পানি আগ্রাসন চালাচ্ছে প্রায় নিয়মিত। উপকূলভাগেও বিরাজ করছে অস্বস্তিকর অবস্থা। বন্যা পরিস্থিতির মোকাবিলায় সরকারের নানা উদ্যোগ থাকলেও একে শুধু প্রশাসনের দায় ভাবলে ভুল করা হবে। বন্যাদুর্গতদের পাশে সব সামাজিক সংগঠন ও সম্পন্ন মানুষদের সহযোগিতার হাত বাড়াতে হবে। মানুষ মানুষের জন্য- এ চেতনার প্রতিফলন ঘটাতে হবে।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর