শনিবার, ২০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ডেঙ্গুর ভয়াবহ থাবা

মশা নিধনের উদ্যোগ নিন

ডেঙ্গুর প্রাদুর্ভাব অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। গতকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২০১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, এর ১৯৯ জনই রাজধানীর। আক্রান্তের এ তথ্য পাওয়া গেছে হাসপাতালসূত্রে। ডেঙ্গু রোগীদের এক বড় অংশ নিজেদের ঘরে চিকিৎসাধীন থাকায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কয়েক গুণ হতে পারে। চলতি বছর বর্ষা মৌসুম শুরুর আগে থেকেই ডেঙ্গু আগ্রাসী রূপ ধারণ করেছে। মে মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১৮৪ জন। জুনে এ সংখ্যা ১০ গুণের বেশি বৃদ্ধি পেয়ে ১ হাজার ৭৭০-এ পৌঁছায়। আর চলতি মাসের প্রথম ১৮ দিনে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৬১। এই সময়ে মারা গেছেন ২২ জন। গত বছর জুলাইয়ের প্রথম ১৮ দিনে পাঁচজনের মৃত্যু ঘটে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্যে জানা যায়, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১ হাজার ২০৭ জন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৬৮০, মিটফোর্ড হাসপাতালে ৩০৯, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ৩৯০, সেন্ট্রাল হাসপাতালে ৫৫৯, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে (কাকরাইল) ৩৬১ জন চিকিৎসাধীন। বাকিরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার রাজশাহীতেও একজন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ বর্ষের ছাত্র। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা বোর্ড গঠন করা হয়েছে। ডেঙ্গু রোগের চিকিৎসার সব খরচ সরকারিভাবে করা হচ্ছে। ডেঙ্গু ব্যাপকভাবে ছড়িয়ে পড়া নিঃসন্দেহে উদ্বেগজনক ঘটনা। মশা নিধনে ব্যর্থতা ডেঙ্গুর প্রাদুর্ভাবের জন্য দায়ী। রাজধানীতে মশার আগ্রাসন যে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে তার প্রমাণ মেলে অর্থমন্ত্রীর বক্তব্যে। মন্ত্রী বলেছেন, মশার ভয়ে তিনি আগারগাঁও অফিসে যান না। এই একটি মাত্র বক্তব্যে বাস্তব অবস্থার প্রতিফলন ঘটেছে। এ বক্তব্যে মশা নিধনের বাড়তি তাগিদও সৃষ্টি করেছে। আমরা আশা করব, দুই সিটি করপোরেশন অন্তত এ ক্ষেত্রে সততা ও দায়িত্বশীলতার পরিচয় দেবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর