বুধবার, ৩১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

এ মৃত্যুর দায় কার

ভিআইপি থেকে দেশবাসীকে রেহাই দিন

সরকারের একজন যুগ্মসচিবের গাড়ির জন্য তিন ঘণ্টা ফেরি আটকে রাখায় অ্যাম্বুলেন্সে থাকা এক স্কুলছাত্রের মৃত্যু ঘটেছে। ভিআইপি নামের মহাক্ষমতাধরদের ক্ষমতাচর্চার কাছে সাধারণ মানুষের জীবন কতটা জিম্মি, তা নতুন করে প্রমাণিত হয়েছে তিতাস ঘোষ নামের এক কিশোরের মৃত্যুর ঘটনায়। নড়াইলের কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র তিতাস ঘোষ বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় রওনা দেন স্বজনরা। সেদিন রাত ৮টায় অ্যাম্বুলেন্সটি যখন মাদারীপুরের কাঁঠালবাড়ী ১ নম্বর ফেরিঘাটে পৌঁছায়, তখন একটি ফেরি ওই ঘাটেই ছিল। কিন্তু যুগ্মসচিব আবদুস সবুর মন্ডলের গাড়ি যাবে- এ নির্দেশনা থাকায় ফেরি ছাড়তে দেরি করে ঘাট কর্তৃপক্ষ। তিতাসের স্বজনরা বার বার বিআইডব্লিউটিএর লোকজন এবং উপস্থিত পুলিশের হাতে-পায়ে ধরে ফেরি ছাড়ার অনুরোধ করলেও কাজ হয়নি। শেষ পর্যন্ত তিন ঘণ্টা পর রাত ১১টার দিকে মান্যবর যুগ্মসচিবের গাড়ি ঘাটে পৌঁছলে ফেরি ছাড়া হয়। অন্যদিকে বিনা চিকিৎসায় মাঝনদীতে অ্যাম্বুলেন্সেই মারা যায় ১১ বছর বয়সী তিতাস। স্বজনরা বলছেন, তারা ফেরির লোকদের পায়ে ধরে কেঁদেছেন। তবু ফেরি ছাড়েনি। উল্টো বলেছে, ফেরি ছাড়লে নাকি তাদের চাকরি থাকবে না। সন্দেহ নেই, যুগ্মসচিব পদটির অধিকারী যারা তারা মহাক্ষমতাধারী। নামে প্রজাতন্ত্রের কর্মচারী হলেও তারা নিজেদের প্রজাকুলের প্রভু বলে মনে করেন- এমন অভিযোগ ওপেন সিক্রেট। তাদের ক্ষমতার কাছে ফেরি চলাচলের সঙ্গে জড়িত সরকারি কর্মচারীরা এতটাই অসহায় যে, চাকরি হারানোর ভয়ে মানবতাবোধকেও বিসর্জন দিতে বাধ্য হন। তিতাসের মাসহ স্বজনরা ফেরি কর্মচারীদের হাত-পা ধরলেও মন গলাতে পারেননি। প্রশ্ন হলো, ভিআইপি নামের মহাক্ষমতাধরদের জন্য ঘণ্টার পর ঘণ্টা ফেরি আটকে রেখে সাধারণ মানুষকে জিম্মি করার অধিকার তারা কোথায় পেলেন? রাজতন্ত্রে একসময় একমাত্র রাজা-রানীরাই এ ধরনের অধিকার ভোগ করতেন। সভ্যসমাজে ইংল্যান্ডসহ অনেক রাজতান্ত্রিক দেশের রাজা-রানীরাও সে অধিকার ভোগ করেন না। ফেরি আটকে রেখে একজন কিশোরকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার ঘটনা যে কোনো বিবেচনায় দুর্ভাগ্যজনক। আমরা আশা করব, সরকার এ হত্যাকান্ডের দায় নির্ধারণ করে ভিআইপি নামের মহাপ্রভুদের কবল থেকে জনগণকে রেহাই দেওয়ার নির্দেশনা দিয়ে দেশবাসীকে কৃতার্থ করবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর