বুধবার, ৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বন্যার ক্ষয়ক্ষতি

কৃষি পুনর্বাসনের পদক্ষেপ নিন

বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ। বন্যা একটি সাংবার্ষিক দুর্যোগ এবং প্রতি বছর এ দুর্যোগে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এ বছর বন্যায় ক্ষতির পরিমাণ গত কয়েক বছরের চেয়ে বেশি। বন্যার পানি দীর্ঘ সময় ধরে আটকে থাকায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর একটি গাইবান্ধায় মাছের ব্যাপক ক্ষতি হয়েছে। মাছ ও পোনা ভেসে যাওয়ায় মাছের খামার ও পুকুরগুলো মাছ ও পোনাশূন্য হয়ে পড়েছে। মৎস্য বিভাগের তথ্যানুযায়ী এবারের বন্যায় জেলার ৭ উপজেলার ৭ হাজার ৫০টি পুকুর ও খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ২৯০টি পুকুর ও ৭৬০টি খামার রয়েছে। বন্যায় খামারের ২ হাজার ৬০ মেট্রিক টন মাছ ও ১ কোটি ১১ লাখ পোনা ভেসে গেছে। অবকাঠামোগত ক্ষতি ২ কোটি ৬০ লাখ ৬৯ হাজার টাকার। সিরাজগঞ্জ, টাঙ্গাইলও বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় গ্রামীণ এলাকার রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। স্কুল, কলেজসহ বিভিন্ন অবকাঠামোর ক্ষতিও বিপুল। বন্যা দেশের বহু অঞ্চলের কৃষকের মেরুদ- ভেঙে দিয়েছে। কৃষি পুনর্বাসনে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সরকার বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক এমনকি সরিষা, ভুট্টা ও শাক-সবজির বীজ বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে; যাতে কৃষক তার ক্ষতি পুষিয়ে নিতে পারে। এ ছাড়া স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠান এবং রাস্তা-ঘাটের যে ক্ষতি হয়েছে তা অগ্রাধিকার ভিত্তিতে মেরামত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার কারণ দেশের নদ-নদীগুলো পানি ধারণ ক্ষমতা হারিয়েছে। এ সমস্যা সমাধানে নদ-নদী খনন করে পানি ধারণ ক্ষমতা বাড়াতে হবে। তা সম্ভব হলে বন্যার প্রকোপ যেমন কমবে তেমনি চাষাবাদের সেচকাজে প্রাকৃতিক পানির ব্যবহার নিশ্চিত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর