শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

রপ্তানিতে সুবাতাস

আমলাতান্ত্রিক জটিলতা কমাতে হবে

রপ্তানি প্রবৃদ্ধিতে বাংলাদেশ এখন সারা বিশ্বে দ্বিতীয়। গত এক দশকে বাংলাদেশের রপ্তানি বেড়েছে গড়ে ৯ দশমিক ৮ শতাংশ। বাংলাদেশের চেয়ে এগিয়ে একমাত্র ভিয়েতনাম। তাদের প্রবৃদ্ধি ১৪ দশমিক ৬ শতাংশ। রপ্তানি ক্ষেত্রে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে চীন ৫ দশমিক ৭, ভারত ৫ দশমিক ৩ ও মেক্সিকো ৪ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির অধিকারী। রপ্তানি প্রবৃদ্ধিতে শীর্ষ দুটি দেশ ভিয়েতনাম ও বাংলাদেশের রয়েছে দৃষ্টিকাড়া মিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষকে জীবন দিতে হয়েছে। ভিয়েতনামের এমন প্রান্তর ছিল না যেখানে মার্কিন বিমানের বোমা পড়েনি। দুই দেশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল দেশমুক্তির সংগ্রামে। রূপকথার ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপের মধ্য থেকে উড়াল দিতে হয়েছে দুই জাতিকে। বাংলাদেশের রপ্তানি প্রতি বছরই বাড়ছে। চলতি অর্থবছর ৫৪ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে পণ্য খাতে ৪৫ দশমিক ৫ ও সেবা খাতে ৮ দশমিক ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের আশা করা হচ্ছে। নতুন অর্থবছরে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি ধরা হয়েছে ১২ দশমিক ২৫ আর সেবা খাতে ৩৪ দশমিক ১ ভাগ। সদ্যসমাপ্ত ২০১৮-১৯ অর্থবছরের জন্য রপ্তানি আয়ের টার্গেট ধরা হয়েছিল ৪৪ বিলিয়ন মার্কিন ডলার। অর্থবছর শেষে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে মোট রপ্তানি আয় ৪৬ দশমিক ৮৭ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। এটি লক্ষ্যমাত্রার চেয়ে ৫ দশমিক ৩৯ শতাংশ এবং আগের অর্থবছরের চেয়ে প্রায় ১৩ শতাংশ বেশি। ২০১৭-১৮ অর্থবছরে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৪১ বিলিয়ন ডলার। গত বছর রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে তৈরি পোশাক খাতে ১১ দশমিক ৪৯, কৃষিপণ্য রপ্তানিতে ৩৪ দশমিক ৯২, প্লাস্টিক পণ্য রপ্তানিতে ২১ দশমিক ৬৫ ও ফার্মাসিউটিক্যালস পণ্য রপ্তানিতে ২৫ দশমিক ৬ ভাগ। পণ্য রপ্তানিতে গড় প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ৫৫ ভাগ। রপ্তানি প্রবৃদ্ধিতে বাংলাদেশ বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে ঠাঁই পাওয়া তাত্ত্বিক হিসেবে আশাজাগানিয়া ঘটনা। তবে হতাশার বিষয় হলো, এ ক্ষেত্রে ভিয়েতনামের চেয়ে বাংলাদেশ অনেক পিছিয়ে। ভিয়েতনামের পক্ষে এ সাফল্য অর্জিত হয়েছে সব ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতাকে পাশ কাটিয়ে চলার কারণে। বাংলাদেশে আমলাতন্ত্রের ভূতকে সামাল দেওয়া সম্ভব হলে বিনিয়োগের গতি কয়েক গুণ বাড়বে। বাংলাদেশ পরিণত হবে এশিয়ার অন্যতম আকর্ষণীয় উৎপাদন কেন্দ্রে। আর দেশি-বিদেশি বিনিয়োগ কাক্সিক্ষত মাত্রায় উন্নীত হলে রপ্তানিও বাড়বে পাল্লা দিয়ে। নিশ্চিত হবে জাতীয় সমৃদ্ধি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর