শনিবার, ১০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

হাবশায় হিজরত

নবুয়তের পঞ্চম বছরে মক্কার মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রথম যে দলটি হাবশায় হিজরত করেছিল তাঁর মধ্যে ওসমান ও তাঁর স্ত্রী রুকাইয়াও ছিলেন। হজরত আনাস (রা.) বলেন, ‘হাবশার মাটিতে প্রথম হিজরতকারী ওসমান ও তাঁর স্ত্রী নবী-দুহিতা রুকাইয়া।’ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন তাঁদের দুজনের কুশল জিজ্ঞাসা করেন। সেখানে রুকাইয়া গাধার ওপর সওয়ার হয়ে আছেন এবং ওসমান গাধাটি তাড়িয়ে নিয়ে যাচ্ছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জন্য দোয়া করেন আল্লাহ তাঁর সহায় হোন। লুত (আ.)-এর পর ওসমান আল্লাহর রাস্তায় পরিবার-পরিজনসহ প্রথম হিজরতকারী। হজরত ওমর (রা.) আবু লুলু নামক এক মূর্তিপূজারি দুরাচারের হাতে আঘাতপ্রাপ্ত হয়ে যখন অন্তিম শয়নে। সেই মুহূর্তে পরবর্তী মুসলিম জাহানের খলিফা কে হবেন- এ নিয়ে তিনি অত্যন্ত ব্যাকুল হয়ে ওঠেন। তখন ওমর (রা.) বিষয়টি সুরাহা করার জন্য হজরত ওসমান, আলী, তালহা, সাদ বিন আবি ওয়াক্কাস, জুবায়ের ইবন আওয়াম, আবদুর রহমান ইবনে আউফ (রা.) প্রমুখ সাহাবির সমন্বয়ে গঠিত নির্বাচনী পরিষদের ওপর ছেড়ে দিলেন এবং তিনি অসিয়ত করে যান এই বলে, ‘আমি মৃত্যুর তিন দিনের মধ্যে যেন খলিফা নির্বাচনের কাজটি সমাধা হয়। এ তিন দিন ইমামতির দায়িত্ব পালন করবে সুহাইব ইবনে সিনান আর-রুমি (রা.)। তিনিই হজরত ওমর (রা.)-এর জানাজা নামাজে ইমামতি করেন। হজরত ওমর (রা.)-এর শাহাদাতের পর হজরত আবদুর রহমান (রা.)-এর নেতৃত্বে ছয় সদস্যের এক নির্বাচনী কমিটি মিটিংয়ে বসে। সবার ঐকমত্যে খলিফা নির্ধারণের মহান দায়িত্ব পড়ে হজরত আবদুর রহমান (রা.)-এর ওপর। তিনি হজে আগমনকারী ব্যক্তিবর্গ, সাধারণ মানুষ ও বিশিষ্টজনের মতামত গ্রহণ করে হজরত ওমর (রা.)-এর দাফনের চতুর্থ দিবসে এসে খলিফা হিসেবে হজরত ওসমান (রা.)-এর নাম ঘোষণা করেন। এ ঘটনার সঙ্গে সঙ্গে নবনির্বাচিত খলিফার হাতে সবাই বায়াত গ্রহণ করেন। সময়টা রবিবার ১ মহররম, ২৪ হিজরি, মোতাবেক ১৭ নভেম্বর, ৬৪৪ খ্রিস্টাব্দ। শুরু হলো হজরত ওসমান (রা.)-এর জনগণের সেবার অধ্যায়। দীর্ঘ ১২ বছর অর্থাৎ ২৮ জিলহজ, ৩৫ হিজরি মোতাবেক ১৭ জুন, ৬৫৬ খ্রিস্টাব্দ পর্যন্ত খিলাফতে সমাসীন ছিলেন তিনি। রাজত্ব : ৬ নভেম্বর, ৬৪৪- ১৭ জুন, ৬৫৬। উত্তরসূরি : আলী ইবনে আবু তালিব। ওসমানের মৃত্যু : ১৭ জুন, ৬৫৬ খ্রিস্টাব্দ (১৮ জিলহজ, ৩৫ হিজরি) মদিনায় জান্নাতুল বাকিতে তাঁকে সমাহিত করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর