সোমবার, ২৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
ইতিহাস

শান্তির দূত

মক্কা বিজয়ের দিন চরম শত্রুদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিশোধের মোক্ষম সুযোগ থাকা সত্ত্বেও রসুলুল্লাহ (সা.) শান্তির দূত হিসেবে আবির্ভূত হন। সেদিন তিনি পবিত্র কাবার চৌকাঠে হাত রেখে দাঁড়িয়েছিলেন। তখন তার সামনে অতীতের সব জঘন্য অপরাধ নিয়ে মক্কার অধিবাসীরা অবনত মস্তকে ছিল দন্ডায়মান। আর তাদের ঘিরে নির্দেশের অপেক্ষায় দাঁড়িয়েছিল চকচকে তরবারি হাতে মুসলিম সেনাদল। মক্কার অপরাধীদের সেই সঙ্গিন মুহূর্তে মহানবী (সা.) চাইলে বলতে পারতেন, ‘যে হাত শান্তিকামী তাওহিদবাদীদের ওপর নিষ্ঠুর নির্যাতন চালিয়েছিল, ওই হাতগুলো কেটে দাও! যে চোখগুলো অসহায় মুসলমানদের দিকে হায়েনার হিংস্রতা নিয়ে তাকাত, সে চোখগুলো উপড়ে ফেল! যে মুখ আল্লাহ, তার রসুল ও মুমিনদের বিরুদ্ধে শুধুই মিথ্যা অপবাদ, বিষোদগার ও কুৎসা রটনা করে বেড়াত, সে জিবগুলো কেটে ফেলে দাও!’ তিনি চাইলে আরও ঘোষণা করতে পারতেন, ‘আজ থেকে কোরাইশ জালিমদের পুরুষরা বিজয়ী মুসলিম বাহিনীর গোলাম আর  নারীরা দাসী হিসেবে গণ্য হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর