সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

আসামের নাগরিকপঞ্জি

নিজের ফাঁদে ধরা পড়েছে বিজেপি

ভারতের আসাম রাজ্যে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি চ‚ড়ান্ত তালিকায় ১৯ লাখেরও বেশি মানুষকে ভারতের নাগরিকত্ব থেকে বাদ দেওয়া হয়েছে। আসামে এক কোটির মতো বাংলাদেশি অবৈধভাবে বাস করছে এই অলীক যুক্তি দেখিয়ে রাজ্যের বিজেপি সরকার এনআরসি করার সিদ্ধান্ত নেয়। বলা হয় বিদেশি নাগরিকদের বেশিরভাগই বাংলাদেশ থেকে আসা মুসলমান। কিন্তু বহুল আলোচিত এনআরসির ফলে শেষ পর্যন্ত পর্বতের মূষিক প্রসব নিশ্চিত হয়েছে। আসামে যে ১৯ লাখকে অবৈধ নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়েছে তাদের মধ্যে মুসলমানের সংখ্যা ৬ লাখ। এর মধ্যে ১১ লাখ হিন্দু বাঙালি রয়েছেন। বিহারি নেপালি লেপচা রয়েছেন ২ লাখ। যাদের বড় অংশ নাগরিকত্বের জন্য আবেদনই করেনি। আসামে নাগরিক তালিকা থেকে বাদ পড়া এমন লোকজনও রয়েছেন যারা সেনাবাহিনীতে চাকরি করেছেন দীর্ঘদিন ধরে। ১৯৬৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে বীরত্বসূচক পদকও পেয়েছেন। উল্লেখ্য, ১৯৭৯ থেকে ৮৫ সাল পর্যন্ত আসামে ‘বিদেশি খেদাও’ নামে ব্যাপক আন্দোলন হয়। তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আন্দোলনকারী আসাম গণপরিষদের সঙ্গে নাগরিক পরিচয় চিহ্নিত করার চুক্তি করেন। চুক্তি অনুযায়ী ১৯৭১ সালের ২৫ মার্চের পর যারাই আসাম গিয়েছেন তারা সবাই অনুপ্রবেশকারী বা বেআইনি নাগরিক বলে বিবেচিত হবেন। কিন্তু এতে হিতেবিপরীত হতে পারে বুঝে কংগ্রেস সরকার ধীরে চল নীতি নিয়েছিল। কিন্তু বিজেপি আদালতের দ্বারস্থ হয়ে সেই এনআরসি প্রক্রিয়া চালু করে। ভারতীয় সুপ্রিম কোর্টের তত্ত¡াবধানে গত বছরের ৩০ জুলাই আসামে প্রকাশিত হয় জাতীয় নাগরিকপঞ্জির একটি খসড়া তালিকা। সে তালিকায় নাগরিকের খাতা থেকে বাদ পড়ে ৪০ লাখ ৭ হাজার ৭০৭ জনের নাম। পরে অতিরিক্ত খসড়ায় বাতিল হয় আরও ১ লাখ ২ হাজার ৪৬৫ জনের নাম। সব মিলিয়ে ৪১ লাখের বেশি মানুষের নাম বাদ পড়ায় দেশজুড়ে বিতর্ক শুরু হয়। এবার চ‚ড়ান্ত তালিকায় সে সংখ্যা কমে ১৯ লাখে দাঁড়িয়েছে। নতুন তালিকা বিজেপির জন্য বরং বিপদ ডেকে এনেছে। তারাও স্বীকার করেছেন যারা ১৯৭১ সালের আগে আসামে এসেছে তাদের অনেকে বাদ পড়েছেন। বলা যায় নিজের ফাঁদে ধরা পড়েছে বিজিপি। বাংলাদেশি অপবাদ দিয়ে এনআরসির উদ্যোগ বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কিছুটা হলেও সংশয় সৃষ্টি করেছে। তবে নয়াদিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, এনআরসি নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর