সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

রুপার আত্মহনন

মানুষ শকুনদের নিরস্ত করুন

বখাটে এক মানুষ শকুনের কারণে পিরোজপুরে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে রুপা নামের এক কিশোরী। পিরোজপুরের ভান্ডারিয়া গ্রামের মঞ্জু খানের ছেলে তামিম খানের টার্গেটে পরিণত হয়েছিল দশম শ্রেণির ছাত্রী রুপা। কয়েক মাস ধরে রুপাকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করত তামিম। শুক্রবার বখাটে তামিম হুমকি দেয় তার সঙ্গে প্রেম না করলে আজেবাজে মেয়েদের ছবির সঙ্গে রুপার ছবি জুড়ে ফেসবুকে ছড়িয়ে দেবে। এ হুমকিতে বিপর্যস্ত হয়ে পড়ে রুপা। অভিযোগ রয়েছে রুপার পরিবার থেকে তামিমের বখাটেপনার বিরুদ্ধে তার অভিভাবকদের কাছে ইতিপূর্বে অভিযোগ করেও কোনো কাজ হয়নি। বখাটে তামিমের কাছ থেকে হুমকি পাওয়ার পর বাড়িতে ফিরে রুপা বিষয়টি তার মাকে জানালে তিনি রুপার বাবাকে জানান। এ অবস্থায় রাত ১০টায় রুপার বাবা তার মেয়েকে ডাকলে ভিতর থেকে দরজা বন্ধ পান। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পাওয়ায় ঘরের দরজা ভেঙে ফেলা হয়। এ সময় রুপাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। রুপা ঘরে থাকা ঘুমের ওষুধসহ বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে অচেতন হয়েছিল বলে ধারণা করা হয়। পরে রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রুপা মারা যায়। রাতেই বিষয়টি পুলিশকে জানানো হলে অভিযুক্ত তামিমকে আটক করা হয়। এদিকে রুপাকে উত্ত্যক্তকারী তামিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শনিবার মানববন্ধন করেছে ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশের গ্রামাঞ্চলগুলো দীর্ঘদিন ধরে বখাটেদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তামিমের মতো মানুষ শকুনরা প্রতিদিনই উত্ত্যক্ত করে চলেছে এলাকার স্কুল কলেজ ছাত্রীসহ কিশোরী তরুণীদের। এসব নরকের কীটদের জন্য গ্রামাঞ্চলের অভিভাবকরা তাদের কন্যা সন্তানদের বাল্যবিয়ে দিতে বাধ্য হন। পিরোজপুরের ভান্ডারিয়ায় যে ঘৃণিত জীবটি রুপার জীবনকে অসহনীয় করে তুলে তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে পুলিশ তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। আমরা আশা করব এ কুলাঙ্গারের প্রাপ্য শাস্তি নিশ্চিত করতে ভান্ডারিয়ার পুলিশ প্রশাসন সৎ মানসিকতার পরিচয় দেবে। আর কেউ যেন বখাটে নামের মানুষ শকুনের ভ‚মিকায় অবতীর্ণ হওয়ার সাহস না পায় তা নিশ্চিত করবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর