বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

খাদ্য গুদামের চালচিত্র

দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

এলোমেলো করে দে মা লুটে পুটে খাই- খাদ্য অধিদফতরের একশ্রেণির কর্মকর্তার মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছে। সরকার দেশবাসীর আপৎকালীন চাহিদা পূরণে বিদেশ থেকে যে চাল আমদানি করে কিংবা ন্যায্যমূল্যে যে ধান-চাল সংগ্রহ করে সেখানে চলে যথেচ্ছতার রাজত্ব। দেশের খাদ্য গুদামগুলোয় প্রতি বছর যেসব চাল কেনা হয় তার মান নিয়ে প্রশ্ন ওঠে বোধগম্য কারণেই। এ বছরও সরকারি ব্যবস্থায় কেনা চাল এতটাই নিম্নমানের যে তার এক বড় অংশ খাওয়ার অযোগ্য হয়ে পড়েছে। জীবন্ত ও মৃত কীটপতঙ্গও পাওয়া গেছে গুদামে সুরক্ষিত চালের মজুদে। সরকারের সংগৃহীত চালের মানের পাশাপাশি ওজন নিয়েও রয়েছে হরেক প্রশ্ন। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার রাজাপুর এলএসডিতে দুর্গন্ধযুক্ত চাল পেয়েছেন পরিদর্শনকারী কর্মকর্তারা। এজন্য সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের জুলাইয়ের পরিদর্শন প্রতিবেদনে বলা হয়, পটুয়াখালী জেলার খেপুপাড়া এলএসডিতে ভিজিএফ ও ভিজিডির বিপুল পরিমাণ চাল ডেলিভারি করা হয়নি। ডিও হওয়া ভিজিডি ও ভিজিএফ চাল বিধিবহির্ভূতভাবে গুদামে রাখা হয়েছে। চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের জুনের পরিদর্শন প্রতিবেদনে বলা হয়, পরিদর্শনকালে চালে ত্রুটিবিচ্যুতি পরিলক্ষিত হয়েছে। চৌমুহনী ও সেনবাগ এলএসডির সংগৃহীত চালে পুরনো চালের উপস্থিতি পাওয়া গেছে। এ কারণে রামু, চৌমুহনী, সেনবাগের সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার ভৈরব এলএসডির বোরো-১৮ চালে পাওয়া গেছে জীবন্ত ও মৃত কীট। চালের মান নিয়েও প্রশ্ন উঠেছে। এজন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দেশের বিভিন্ন গুদামের মজুদ চাল নিয়ে যে প্রশ্ন উঠেছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বলা যায়, খাদ্য অধিদফতরের বিভিন্ন গুদামে কর্মরত কর্মচারীর সিংহভাগ লুটপাটকে তাদের করণীয় কর্তব্য বলে বেছে নিয়েছেন। মাঝে মাঝে তদন্ত করে দু-এক জনের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও তাতে কাজের কাজ কিছু হয় না। খাদ্য অধিদফতরে লুটেরাদের যে বসতি গড়ে উঠেছে তাতে কোনো ব্যত্যয় ঘটে না। বৃহত্তর জনস্বার্থে খাদ্য অধিদফতরের সর্বস্তরে স্বচ্ছতা প্রতিষ্ঠায় অসৎ ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ বাঞ্ছনীয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর