সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

প্রাতিষ্ঠানিক দুর্নীতি

বিশ্বাসঘাতকদের সরিয়ে দিন

সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক দুর্নীতি সরকারের সুনামে ব্যত্যয় ঘটাচ্ছে। আমলা ও পদস্থ সরকারি কর্মচারীদের সীমাহীন লোভের কাছে জিম্মি হয়ে পড়ছে রাজনৈতিক সরকারের সুনাম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বালিশকান্ডের পর স্বাস্থ্য অধিদফতরে সাড়ে পাঁচ হাজার টাকা দামের বই ৮৫ হাজার ৫০০ টাকায় কেনা হয়েছে। জনগণের ট্যাক্সের টাকার হরিলুট ঘটাতে আমলাতান্ত্রিক তামাশার অংশ হিসেবে পুকুর খনন শিখতে বিদেশ যাওয়ার ঘটনা ঘটেছে। সম্প্রতি পর্দার দাম সাড়ে ৩৭ লাখ টাকা, ওয়াসার ৩ হাজার ৮০০ কোটি টাকার প্রকল্পের পাইপ কেলেঙ্কারি এবং সরকারিভাবে কেনা চালে জীবন্ত-মৃত কীট পাওয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে জনমনে। সরকারি বিভিন্ন মেডিকেল কলেজ শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য অধিদফতরের প্রায় ৭ কোটি টাকার বই কেনা নিয়ে যে হরিলুটের অভিযোগ উঠেছে তাতে উপলব্ধি হয় চোর মহাচোররা কীভাবে প্রশাসনে খুঁটি গেড়েছে। বাজারমূল্যে সাড়ে ৫ হাজার টাকা দামের একটি বই স্বাস্থ্য অধিদফতর কিনেছে ৮৫ হাজার ৫০০ টাকায়। বরেন্দ্র অঞ্চলের পুকুরগুলো অনেক আগে থেকেই স্থানীয় লোকজন সেচের কাজে ব্যবহার করতেন। সেগুলো পুনঃখনন করে পুকুরের পানি আবার সেচের কাজে ব্যবহার করা হবে। এ জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ‘পুকুর পুনঃখনন ও ভূ-উপরিস্থ পানি উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র সেচে ব্যবহার’ শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছে। এ কাজে দক্ষতা লাভের জন্য এই প্রকল্পের ১৬ জন কর্মকর্তা বিদেশ সফর করে দেশের জনগণের ১ কোটি ২৮ লাখ টাকার শ্রাদ্ধ করার ফন্দি এঁটেছেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ব্যবহৃত একটি পর্দার দাম ধরা হয়েছে ৩৭ লাখ টাকা। হাসপাতালটির ১১ কোটি ৫৩ লাখ ৪৬৫ টাকার মেডিকেল যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনাকাটায় বিল দেখানো হয়েছে ৫২ কোটি ৬৬ লাখ ৭১ হাজার ২০০ টাকা। প্রাতিষ্ঠানিক দুর্নীতির যারা হোতা তারা প্রজাতন্ত্রের কর্মচারী এবং দেশের জনগণের ট্যাক্সের টাকায় তাদের পোষা হয়। তাদের স্ত্রী ও সন্তানদের থাকা-খাওয়ার খরচ জোগানো হয় রাষ্ট্রের দেওয়া বেতন থেকে। অথচ তাদের আনুগত্য রাষ্ট্রের প্রতি না অন্য কারোর প্রতি প্রাতিষ্ঠানিক দুর্নীতিগুলো তারই প্রমাণ। এ দুর্নীতির সঙ্গে জড়িত বিশ্বাসঘাতক ও জাতীয় বেইমানদের প্রশাসন থেকে সরিয়ে দিতে সরকারকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। এটি তাদের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর