শিরোনাম
শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

আল্লাহর প্রিয় বান্দা হওয়ার গোপন আমল

মাওলানা সেলিম হোসাইন আজাদী

আল্লাহর প্রিয় বান্দা হওয়ার গোপন আমল

পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ছাড়া আরও কিছু নামাজ আছে শরিয়তের পরিভাষায় যেগুলোকে নফল বলা হয়। নফল নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর এত কাছে চলে যায় যে, হাদিসের ভাষায়- বান্দা তখন আর সাধারণ কেউ থাকে না। সে হয়ে যায় আল্লাহর নূরে আলোকিত এক নূরানি মানুষ। হাদিসে এও বলা হয়েছে, সে যখন কিছু ধরে তা আল্লাহর ধরা হয়। সে যখন কিছু করে তা আল্লাহর করা হয়। বেশি বেশি নফল নামাজ আদায়ের মাধ্যমে আমরা আল্লাহর প্রিয় ও মকবুল বান্দা হতে পারি। নফল নামাজের মর্যাদা সম্পর্কে সাহাবি রবিয়া আসলামি (রা.)-এর হাদিসটি শুনলে অবাক না হয়ে পারা যায় না।

রবিয়া আসলামি (রা.) বলেন, ‘আমি কখনো কখনো রাতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকতাম। এক রাতের ঘটনা, আমি তাঁর জন্য অজুর পানির ব্যবস্থা করলাম। তিনি খুব খুশি হলেন। বললেন, রবিয়া! তুমি যা খুশি চাইতে পার। তখন আমি বললাম, হে আল্লাহর নবী! জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। তিনি বললেন, আর কী চাও? এবারও আমি একই কথা বললাম। এ কথা শুনে তিনি বললেন, তাহলে কাসরাতুস সুজুদ তথা বেশি বেশি নফল নামাজের মাধ্যমে আমাকে এ বিষয়ে সাহায্য কর। অর্থাৎ আমার সঙ্গে জান্নাতি হওয়ার সৌভাগ্য লুফে নাও।’ মুসলিম। নফল নামাজের মাধ্যমে বান্দা মুসতাজাবুদ দাওয়াত হয়ে যায়। তখন সে আল্লাহর কাছে হাত তুলে যা চায় আল্লাহ তাই কবুল করেন। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, ‘একদিন আমি নফল নামাজ পড়ছিলাম। এমন সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন। সেখানে আবুবকর এবং ওমরা (রা.)ও ছিলেন। নামাজ শেষে আমি মোনাজাতের জন্য হাত ওঠালাম। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইবনে মাসউদ! চাও, তুমি যা চাইবে তোমাকে তা-ই দেওয়া হবে।’

লেখক : বিশিষ্ট মুফাসসিরে কোরআন ও গণমাধ্যম ব্যক্তিত্ব। চেয়ারম্যান : বাংলাদেশ

মুফাসসির সোসাইটি।

 

সর্বশেষ খবর