সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনা

মৃত্যুর মিছিল থামাতে চাই দায়িত্বশীলতা

সড়ক দুর্ঘটনা জাতির জন্য এক নিত্য বিড়ম্বনার নাম। প্রতি বছর যে বিপুলসংখ্যক মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় তা সাধারণত কোনো মহামারীতেও ঘটে না। বিশেষজ্ঞদের মতে, অদক্ষ চালক আর অপরিকল্পিত যোগাযোগব্যবস্থার জন্য দেশে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন মারা যাচ্ছে অন্তত ২০ জন। দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ বছরে প্রায় ৩২ হাজার কোটি টাকা। সড়ক দুর্ঘটনার জন্য ফিটনেসবিহীন গাড়ি লাইসেন্সবিহীন অদক্ষ চালকের ছড়াছড়ি, সড়ক অব্যবস্থাপনা ও জনসচেতনতাকে দায়ী করা হয়। পুলিশ সদর দফতরের তথ্যানুযায়ী, বাংলাদেশে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৩৬৯টি। শুধু ঢাকাতেই ফিটনেসবিহীন গাড়ি আছে ১ লাখ ৬৮ হাজার ৩০৮টি। চলতি বছরের জানুয়ারিতে সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২২৬ জন। এসব ঘটনায় মামলা হয়েছে ১৯৪টি। গত বছর সড়ক দুর্ঘটনায় মারা যান ২ হাজার ৬৩৫ জন এবং আহত হন ১ হাজার ৯২০ জন। আহত-নিহতের সঠিক চিত্র অবশ্য পুলিশের রেকর্ডে উঠে আসে না। দেশের শহরাঞ্চলে মোট নিহতের ৭০ শতাংশই পথচারী। সারা দেশে এ হার ৫৪ শতাংশ। রাজধানীতে যত পঙ্গু ভিক্ষুক ও ভাসমান মানুষ পাওয়া যায় তার ৭০ ভাগই সড়ক দুর্ঘটনার শিকার বলে জানিয়েছে রোড সেইফটি ফাউন্ডেশন। এ সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, বছরে দুর্ঘটনায় ১০ থেকে ১২ হাজার মানুষের মৃত্যু এবং প্রায় ২৫ হাজার মানুষ পঙ্গু হচ্ছে; যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৩২ হাজার কোটি টাকা। সড়ক দুর্ঘটনায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের হতাহতের ঘটনা সত্ত্বেও তা রোধের যথাযথ উদ্যোগ নেই বললেই চলে। দেশে গাড়ি চালক হওয়ার লাইসেন্স পেতে যোগ্যতার চেয়ে উৎকোচ নিয়ামক হয়ে দাঁড়ায়। ফলে যানবাহনসংক্রান্ত নিয়ম-কানুন না জেনেই যে কারোর পক্ষে চালকের আসনে বসা সম্ভব হয়। সড়ক দুর্ঘটনার হার স্পটুনিক গতিতে বৃদ্ধি পাওয়ার পেছনে এ যথেচ্ছতা অনেকাংশে দায়ী। দুর্ঘটনার লাগাম টেনে ধরতে হলে চালক, যাত্রী, পথচারী সবার সচেতন মনোভাব কাম্য। যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের তাদেরও সততার সংকট থেকে বেরিয়ে আসতে হবে। সংশ্লিষ্টরা দায়িত্বশীল হলে রাজধানীতে ১ লাখের বেশি ফিটনেসবিহীন গাড়ি থাকা সম্ভব নয়। রাজপথে বাসের পাল্লাপাল্লির র‌্যাট রেসও সচল রয়েছে কর্তৃপক্ষীয় দায়দায়িত্বহীন মনোভাবের কারণে। সড়কে মৃত্যুর মিছিল থামাতে হলে সবাইকে সচেতন হতে হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর