বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

পাবলিক বিশ্ববিদ্যালয়

চাঁদাবাজি টেন্ডারবাজি গ্রহণযোগ্য নয়

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পেছনে সরকার প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ব্যয় হয় এবং সে অর্থ আসে দেশবাসীর ট্যাক্সের টাকা থেকে। এ অর্থের অপচয় কোনোভাবেই কাম্য হওয়া উচিত নয়। কিন্তু দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো লুটেরাদের আস্তানায় পরিণত হয়েছে- এটি একটি ওপেন সিক্রেট। যখন যে দল ক্ষমতায় থাকে সে দলের লেজুড় ছাত্র সংগঠনের দুর্বিনীত নেতা-কর্মীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিটি নির্মাণ কাজে ভাগ বসায়। যারা দেশবাসীর খরচে তাদের ট্যাক্সের টাকায় নিজেরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তাদের এই লুটেরা কর্মকান্ড শুধু অনৈতিকই নয়, গর্হিত ও অপরাধ বলে বিবেচিত হওয়ার যোগ্য। দুর্ভাগ্যজনক হলেও সত্য দেশের স্বাধিকার সংগ্রামের সঙ্গে যে প্রাতঃস্মরণীয় ছাত্র সংগঠনটির নাম জড়িত, সে সংগঠনের প্রেতাত্মার ভূমিকায় অবতীর্ণরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব ধরনের দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকান্ডের অনুষঙ্গে পরিণত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৮৬ কোটি টাকা চাঁদা দাবি করে ছাত্রনেতা নামধারী জীবরা নিজেদের আসল পরিচয় জাতির কাছে উন্মোচন করেছে। স্মর্তব্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ৬ মে ২০১৯-২০ অর্থবছরে দেশের ৪৫টি বিশ্ববিদ্যালয়ের জন্য ৮ হাজার ৮৮ দশমিক ৪৯ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে। এর মধ্যে ৫ হাজার ৮৯ দশমিক ৪৬ কোটি টাকা অউন্নয়ন কর্মকান্ড এবং বাকি ২ হাজার ৯৯৯ দশমিক ৩ কোটি টাকা উন্নয়ন কর্মকান্ডে ব্যয় করা হবে। এসব প্রকল্পে ভাগাভাগি বসাতে ছাত্রলীগের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্বন্দ্ব শুরু হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রকল্পের টাকা ভাগবাটোয়ারা নিয়ে জড়িয়ে পড়েছেন ছাত্রলীগের শীর্ষ নেতারা। বিতর্কে জড়িয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলামও। এ কারণে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে সাংগঠনিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অপসারিত সাধারণ সম্পাদকের একটি ফোনালাপ ফাঁস হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য ফোনালাপের তথ্য উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। তাদের বক্তব্যের যথার্থতা নিয়ে আমাদের প্রশ্ন নেই। আমাদের বক্তব্য জনগণের ট্যাক্সের টাকার হরিলুট বন্ধ হোক। শিক্ষাঙ্গনে শিক্ষা ও ছাত্র রাজনীতি গ্রহণযোগ্য, চাঁদাবাজি টেন্ডারবাজি মাদক ব্যবসা কোনোভাবেই কাম্য নয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর