শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

দুর্বৃত্তায়নের বিরুদ্ধে লড়াই

রাঘববোয়ালদের ধরতে হবে

দুর্বৃত্তায়নের বিরুদ্ধে ক্ষমতাসীন দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পদক্ষেপ জনমনে আশা জাগিয়েছে। দেশবাসী আশা করছে দু-একজন নয়, সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটেরা কর্মকান্ডে জড়িতদের পরিচয় যা-ই হোক আইনের আওতায় আনা হবে। কড়া পদক্ষেপ নেওয়া হবে ব্যাংকিং খাত ও শেয়ারবাজারে সংকট সৃষ্টির অপনায়কদের বিরুদ্ধে। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে চাঁদাবাজিসহ অন্যান্য অভিযোগ মাথায় নিয়ে ছাত্রলীগের শীর্ষ দুই নেতাকে পদ ছাড়তে হয়েছে গত শনিবার। এর আগে পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বিতর্ক শুরু হলে ‘চরম বিতর্কিত’ বেশ কয়েকজনের নাম ছাত্রলীগের বিদায়ী দুই শীর্ষ নেতার হাতে তুলে দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বিতর্কিতদের বাদ দেওয়ার পরামর্শ দেওয়া হলেও তারা বাদ দেননি। বর্তমানে কমিটিতে ৭৮ জন বিতর্কিত বহাল আছেন। এদের বিরুদ্ধে হত্যা, মাদক গ্রহণ, বিক্রিসহ নানা অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় যেসব নেতা যুবলীগ ও ছাত্রলীগের অপকর্মকারীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন, তাদের ব্যবহার করে কাজ হাতিয়ে নিয়েছেন এদের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২০-২১ ডিসেম্বর দলের জাতীয় সম্মেলনের মাধ্যমে তাদের কেন্দ্রীয় কমিটিতে রাখা হবে না। কেন্দ্রের পাশাপাশি জেলা-উপজেলা পর্যায়ে দলের যেসব নেতা টেন্ডারবাজি, চাঁদাবাজি করছেন তাদের তালিকা তৈরি করা হচ্ছে। বিতর্কিতদের দল থেকে বাদ দেওয়ার পাশাপাশি আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হবে। ছাত্রলীগ ও যুবলীগের সাইনবোর্ড ব্যবহার করে যারা ধরাকে সরা জ্ঞান করার ধৃষ্টতা দেখিয়েছে, তাদের প্রাপ্য শাস্তি নিশ্চিত করতে সরকারপ্রধানকে এগিয়ে আসতে হয়েছে। সোজা কথায়, ছাত্রলীগ, যুবলীগ কিংবা স্বেচ্ছাসেবক লীগের ঊর্ধ্বতন নেতারা মানুষ শকুনের ভূমিকায় অবতীর্ণ নেতাদের প্রকারান্তরে প্রশ্রয় দিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্বিনীতদের অপকর্ম দেখেও না দেখার ভান করে প্রকারান্তরে দেশবাসীর সঙ্গে কৃতঘ্নতার পরিচয় দিয়েছে। দেশের প্রধানমন্ত্রী বা দলীয় প্রধানকে সব ব্যাপারে মাথা ঘামাতে হবে- এটি কোনোভাবে সুস্থতার লক্ষণ নয়। আমরা আশা করব, যারা দলের মধ্যে মানুষ শকুন সৃষ্টিতে ভূমিকা রেখেছে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগীদেরও ছাড় দেওয়া হবে না।

 

সর্বশেষ খবর