বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

আল্লাহ বিনয়ীদের মর্যাদা বৃদ্ধি করেন

মুহম্মাদ ওমর ফারুক

আল্লাহ বিনয়ীদের মর্যাদা বৃদ্ধি করেন

আল কোরআনে মুসলমানের আচার-ব্যবহার কেমন হওয়া উচিত সে সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা এসেছে। ইরশাদ হয়েছে, ‘আর তোমরা সবাই আল্লাহর বন্দনা কর। তাঁর সঙ্গে কাউকে শরিক কোরো না। মাতা-পিতার সঙ্গে সদ্ব্যবহার কর। আত্মীয়, ইয়াতিম ও মিসকিনদের সঙ্গে সদাচরণ কর। আত্মীয়, প্রতিবেশী, নিকটবর্তীজন, পার্শ্ববর্তী লোকজন, সহচর, মুসাফির এবং তোমার অধীন দাস-দাসীসহ সবার প্রতি ইহসান ও ভালো ব্যবহার কর। নিশ্চিতভাবে জেনে রেখো, আল্লাহ এমন ব্যক্তিকে পছন্দ করেন না, যে অহংকারী ও গর্বকারী।’ সূরা আন নিসা, আয়াত ৩৬। এ আয়াত দ্বারা মুমিনদের যে নির্দেশনা দেওয়া হয়েছে তা হলো আমরা আমাদের যাপিত জীবনে যত লোকের সঙ্গে ওঠাবসা করব, কথা বলব, লেনদেন করব সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। যদি কোনো অভাবী মানুষ কিছু চায় আর আমরা তাকে তা দিতে না পারি তবু তার সঙ্গে ভালো আচরণ করতে হবে। এ বিষয়ে ইরশাদ হচ্ছে, ‘যদি তাদের থেকে (অর্থাৎ অভাবী, আত্মীয়স্বজন, মিসকিন ও মুসাফির থেকে) তোমাকে মুখ ফিরিয়ে নিতে হয় এজন্য যে, এখন তুমি আল্লাহর প্রত্যাশিত রহমতের সন্ধান করে ফিরছ (অর্থাৎ তোমার সামর্থ্য নেই), তাহলে তাদের সঙ্গে মধুর ও নরম ব্যবহার কর।’ সূরা বনি ইসরাইল, আয়াত ২৮। কেউ যদি খারাপ আচরণের চেষ্টা করে তার পরও তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। ঝগড়া না করে ভালো আচরণ করতে হবে। আল্লাহ তাহলে খুশি হবেন। ইরশাদ হচ্ছে, ‘রহমানের (আসল) বান্দা তারাই যারা পৃথিবীর বুকে নম্রভাবে চলাফেরা করে এবং মূর্খরা তাদের সঙ্গে কথা বলতে থাকলে বলে দেয়, তোমাদের সালাম। তারা নিজেদের রবের সামনে সিজদায় অবনত  হয়ে ও দাঁড়িয়ে রাত কাটিয়ে দেয়।’ সূরা আল ফুরকান, আয়াত ৬৩-৬৪। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্র আচরণের প্রতি উম্মতদের উৎসাহিত করেছেন। আয়েশা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ স্বয়ং নম্র, তাই তিনি নম্রতাকেই ভালোবাসেন। তিনি কঠোরতার জন্য যা দান করেন না তা নম্রতার জন্য দান করেন। নম্রতা ছাড়া অন্য কিছুতেই তা দান করেন না।’ মুসলিম। যার মধ্যে নম্্রতা নেই সে কল্যাণ থেকে বঞ্চিত। হজরত জারির (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি নম্রতা থেকে বঞ্চিত সে প্রকৃত কল্যাণ থেকেই বঞ্চিত।’ মুসলিম। প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ‘নম্রতা যে কোনো বিষয়কে সৌন্দর্যমন্ডিত করে। আর কারও কাছ থেকে নম্রতা বিদূরিত করা হলে এটা তাকে কলুষিত করে ছাড়ে। মুসলিম। আরেক হাদিসে বলা হয়েছে, ‘যে ব্যক্তি একমাত্র

লেখক : ইসলামবিষয়ক গবেষক।

সর্বশেষ খবর