বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ফতুল্লায় জঙ্গি আস্তানা

অশুভ চক্রের হোতাদের ধরুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্তিশালী বোমা, বোমা তৈরির সরঞ্জামসহ তিন জঙ্গিকে আটক করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা বোমাগুলো বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। ফলে ফতুল্লার বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে এবং একটি বাড়িতে আগুন ধরে যায়। সোমবার ভোরে নারায়ণগঞ্জে খবর ছড়িয়ে পড়ে ফতুল্লার তক্কার মাঠ এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রাখেন কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। খবর পেয়ে তাদের সহযোগিতায় ছুটে যান নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিপুলসংখ্যক সদস্য। সঙ্গে যোগ দেয় সোয়াত। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে তিনজনকে। তারা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম জয়নাল আবেদীনের বড় ছেলে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেকচারার ফরিদ উদ্দিন রুমি ও তার স্ত্রী অগ্রণী ব্যাংকের কর্মী জান্নাতুল ফুয়ারা অণু। আগে আটক করা হয় মিজান নামে জেএমবির এক সক্রিয় সদস্যকে। দুপুর ১২টায় গণমাধ্যমকর্মীদের জঙ্গিবাড়ি প্রসঙ্গে প্রাথমিক তথ্য দেন ডিএমপির সহকারী কমিশনার কাউন্টার টেররিজম ইউনিটপ্রধান মনিরুল ইসলাম। অভিযান শেষে বেলা আড়াইটায় তিনি জানান, সেখানে পাওয়া চারটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। সেখানে তিনটি রেডি বোমা ছিল। আর বাকি ১৫-২০টি আইডি বোমা তৈরির প্রস্তুতি চলছিল। গত এপ্রিল থেকে ঢাকায় পুলিশের ওপর পাঁচটি হামলা ঘটেছে। জঙ্গি আস্তানা থেকে আটকদের সঙ্গে ওইসব হামলার যোগাযোগ থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি সত্ত্বেও জঙ্গিরা যে সংগঠিত হওয়ার চেষ্টা করছে ফতুল্লার জঙ্গি আস্তানা তারই প্রমাণ। স্মর্তব্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মিজান নামে এক জঙ্গি ধরা পড়েন। তার কাছ থেকে তথ্য পাওয়া যায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম জয়নাল আবেদীনের ছেলে রুমি ও তার স্ত্রী অণুর বাসগৃহে জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্প ও বোমা তৈরির ল্যাব রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তিনজনকে বিপুলসংখ্যক বিস্ফোরকসহ আটক করে। আমরা আশা করব, এদের জিজ্ঞাসাবাদ করে জঙ্গিচক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর