বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

উপাচার্য বিড়ম্বনা

এ অকাম্য অবস্থার ইতি ঘটুক

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা একসময় সাধারণ মানুষের কাছে ছিলেন আকাশছোঁয়া মর্যাদার অধিকারী। কিন্তু দলীয় রাজনীতির ক্রীতদাসসুলভ ভূমিকার কারণে সে মর্যাদা ভূলুণ্ঠিত হতে চলেছে- এটি এক মহাসত্য। উপাচার্য নামধারী কিছু লোকের কারণে এ পদটি শুধু তার মর্যাদা হারায়নি, দেশের সাড়ে ১৬ কোটি মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বলা হচ্ছে মর্যাদাবান শিক্ষাবিদরা নয়, উপাচার্য হওয়ার প্রধান যোগ্যতা হয়ে দাঁড়িয়েছে দলবাজি ও ক্ষমতাবানদের মোসাহেবি। এমন মানসিকতার লোকজনের কারণেই দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় সংকট লাগাতার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ক্ষুণ্ন হচ্ছে শিক্ষার পরিবেশ। সর্বজনশ্রদ্ধেয় বলে পরিচিত উপাচার্য পদটি তার মর্যাদা হারাতে চলেছে গুটিকয় ব্যক্তিত্বহীন ও দুর্নীতিপরায়ণের কারণে। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় পরিচালনার পাশাপাশি উপাচার্যরা বিদ্যাপীঠের ভাবমূর্তি উজ্জ্ব¡ল করবেন, এমন আশা করা হলেও তার বিপরীত চিত্রের দেখাই মিলছে। উপাচার্যদের নানা অপ্রীতিকর কর্মকান্ডে বিব্রত শিক্ষক, কর্মকর্তাসহ শিক্ষার্থীরাও। শীর্ষ পদে আসীন উপাচার্যদের কারণেই বিশ্ববিদ্যালয়গুলো সংকটে পড়েছে। অনিয়ম, দুর্নীতি, নিয়োগ বাণিজ্যসহ উন্নয়নকাজের টাকা নয়ছয় করা নিয়ে দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ের উপাচার্যের সমালোচনা চলছে। কোনো কোনো উপাচার্যের বিরুদ্ধে রয়েছে ক্যাম্পাসে না থাকার অভিযোগ। শেষ পর্যন্ত উপাচার্যদের অনিয়ম, দুর্নীতিসহ নানা অভিযোগ খতিয়ে দেখতে মাঠে নেমেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি। ইউজিসি চেয়ারম্যান বলেছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা যা করছেন তা অনাকাক্সিক্ষত। অনেক উপাচার্যকে নিয়ে তদন্তও চলছে। তদন্তের পর যথাযথ ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়কে সুপারিশ করা হবে। উপাচার্যদের কর্মকান্ড নিয়ে তদন্তের উদ্যোগ অবশ্যই প্রশংসার। কিন্তু এ ক্ষেত্রে পশম বাছতে গিয়ে কম্বল উজাড় হওয়ার আশঙ্কাই প্রবল। কারণ এখন নৈতিকতাহীনরাই বেশির ভাগ ক্ষেত্রে উপাচার্য নিয়োগের র‌্যাট রেসে এগিয়ে থাকেন। উপাচার্যদের অনেকেই সরকারের প্রতিনিধি হিসেবে কর্তাদের ইচ্ছায় চলাকে কর্তব্য বলে ভাবেন। বিশ্ববিদ্যালয়, দেশ ও জাতির প্রতি দায়বোধ না থাকায় তারা অবাধে জড়িয়ে পড়ছেন অনিয়ম ও বিবেকবর্জিত কর্মকান্ডে। বৃহত্তর জাতীয় স্বার্থে এ অকাম্য অবস্থার ইতি ঘটা উচিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর