শিরোনাম
সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

রোহিঙ্গা সমস্যার সমাধান

মিয়ানমারের শুভবুদ্ধির উদয় হোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদে বলেছেন, রোহিঙ্গা সমস্যা এখন ক্যাম্পের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, এটি আঞ্চলিক নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি এ সমস্যার সমাধানে চার দফা প্রস্তাব করেছেন। প্রস্তাবগুলো হলো- এক. রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন এবং আত্তীকরণে মিয়ানমারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে রাজনৈতিক সদিচ্ছার পূর্ণ প্রতিফলন দেখাতে হবে। দুই. বৈষম্যমূলক আইন ও রীতি বিলোপ করে মিয়ানমারের প্রতি রোহিঙ্গাদের আস্থা তৈরি করতে হবে এবং রোহিঙ্গা প্রতিনিধিদের উত্তর রাখাইন সফরের আয়োজন করতে হবে। তিন. আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বেসামরিক পর্যবেক্ষক মোতায়েনের মাধ্যমে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গাদের নিরাপত্তার ও সুরক্ষার নিশ্চয়তা প্রদান করতে হবে। চার. আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই রোহিঙ্গা সমস্যার মূল কারণগুলো বিবেচনায় আনতে হবে এবং মানবাধিকার লঙ্ঘন ও অন্যান্য নৃশংসতার দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের নিরাপদ, সুরক্ষিত ও সম্মানের সঙ্গে স্বেচ্ছায় রাখাইনে নিজগৃহে ফিরে যাওয়ার মাধ্যমেই এ সমস্যার সমাধান সম্ভব। উল্লেখ্য জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে রোহিঙ্গা সমস্যার সমাধানে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নসহ পাঁচ দফা প্রস্তাব রাখা হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে। কিন্তু সেই সুপারিশে সাড়া না দেওয়ায় রোহিঙ্গা সমস্যা জিইয়ে রয়েছে। প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেছেন, ১১ লাখ রোহিঙ্গা আমাদের আশ্রয়ে রয়েছে। হত্যা-নির্যাতনের মুখে তারা মিয়ানমার থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। মিয়ানমারের রাখাইন প্রদেশে সুরক্ষা, নিরাপত্তা ও চলাফেরার স্বাধীনতা এবং সামগ্রিকভাবে অনুকূল পরিবেশ সৃষ্টি না হওয়ায় এখন পর্যন্ত একজন রোহিঙ্গাও মিয়ানমারে ফিরে যায়নি। এ সমস্যার অনিশ্চয়তার বিষয়টি বাংলাদেশে রোহিঙ্গাদের ক্যাম্পের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। তা এখন আঞ্চলিক নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। উপরন্তু, ক্রমবর্ধমান স্থান সংকট এবং পরিবেশগত অবক্ষয়ের কারণে এই এলাকার পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হচ্ছে। জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য খুবই প্রাসঙ্গিক। এ সমস্যার সমাধানে বাংলাদেশ যে সুপ্রতিবেশীসুলভ সহযোগিতার হাত বাড়িয়েছে তাতে মিয়ানমারের শুভবুদ্ধির উদয় হোক আমরা এমনটি দেখতে চাই।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর