বুধবার, ২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

পিয়াজের গায়ে ঝাঁজ

আমদানি বৃদ্ধির উদ্যোগ নিন

পিয়াজের গায়ে ঝাঁজ লেগেছে এবং এক দিনের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে ৩০ টাকা। রবিবার সকালে যে পিয়াজ বিক্রি হয়েছে ৮০ টাকা কেজি পরদিনই তা ১১০ থেকে ১২০ টাকায় উঠে যায়। এক মাসের ব্যবধানে দাম বেড়েছে প্রায় তিন গুণ। পিয়াজের বাজারে আগুন লাগে প্রায় এক মাস আগে। ভারত রপ্তানিমূল্য প্রায় তিন গুণ বাড়ালে বাংলাদেশেও হু হু করে বাড়তে থাকে এই নিত্যব্যবহার্য পণ্যের দাম। পরিস্থিতি মোকাবিলায় সরকার মিয়ানমার, মিসর, চীনসহ বিভিন্ন দেশ থেকে পিয়াজ আমদানির উদ্যোগ নেয়। তার পরও অনিশ্চয়তা কাটেনি। কিন্তু গত রবিবার ভারত পিয়াজ রপ্তানি আপাতত পুরোপুরি নিষিদ্ধ করায় তার প্রতিক্রিয়া পড়ে বাজারে। রাতারাতি আবারও দাম বৃদ্ধি পেয়েছে এই নিত্যপণ্যের। পিয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে দেশের ১০ জেলায় শক্তিশালী মনিটরিং টিম পাঠাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, ফরিদপুর, পাবনা, রাজবাড়ী, সাতক্ষীরা, সিরাজগঞ্জ, দিনাজপুর ও শরীয়তপুরে টিমগুলো সক্রিয় থাকবে। আটজন যুগ্মসচিব ও দুজন উপসচিবের নেতৃত্বে প্রতিটি টিম সংশ্লিষ্ট জেলায় পিয়াজের মজুদ পরিস্থিতিসহ আনুষঙ্গিক বিষয় খতিয়ে দেখবে। পাশাপাশি বাজারে পণ্যটির সরবরাহ ও মূল্য পরিস্থিতিও তদারকি করবে। চট্টগ্রামের টিম বন্দরে পিয়াজ খালাসের বিষয়টি দ্রুত করার পদক্ষেপ নেবে। আর কক্সবাজারের টিম মিয়ানমার থেকে টেকনাফে পিয়াজ আমদানির বিষয়টি মনিটরিং করবে। যশোর, সাতক্ষীরা ও দিনাজপুরের টিম যথাক্রমে বেনাপোল, ভোমরা ও হিলি বন্দরে আনা পিয়াজ সরবরাহের বিষয়টি মনিটরিং করবে। আর ফরিদপুর ও পাবনায় দেশি পিয়াজের মজুদ পরিস্থিতি খতিয়ে দেখবে সংশ্লিষ্ট মনিটরিং টিম। এ ছাড়া শরীয়তপুরের টিম মাওয়া-জাজিরা ফেরিঘাট, রাজবাড়ীর টিম পাটুরিয়া-গোয়ালন্দ ঘাট ও সিরাজগঞ্জের টিম উত্তরবঙ্গ থেকে বঙ্গবন্ধু সেতু দিয়ে যাতে দ্রুত পণ্যটি ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে পৌঁছাতে পারে সে বিষয়টি তদারকি করবে। তরারকির সময় পণ্যটির অবৈধ মজুদ বা মূল্য কারসাজির প্রমাণ পেলে সংশ্লিষ্ট টিম জেলা প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পিয়াজের দাম বৃদ্ধির ফলে সাধারণ ভোক্তাদের এ খাতে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। সর্বশেষ ওয়ান-ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকার আমলে পিয়াজের দাম উঠেছিল ১০০ টাকার বেশি। বাজার নিয়ন্ত্রণে মজুদদারদের বিরুদ্ধে নজরদারির পাশাপাশি পণ্যটি যাতে নির্বিঘ্নে আমদানি করা যায়, তা নিশ্চিত করাও জরুরি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর