বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

জলজট যানজট

ওয়াসাকে লুটেরামুক্ত করুন

মঙ্গলবারের মাত্র দেড় ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গিয়েছিল রাজধানীর অধিকাংশ এলাকা। প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয় এলাকাও প্লাবিত হয়েছে বৃষ্টির পানিতে। টানা বৃষ্টিতে নগরীর কোথাও হাঁটুপানি, কোথাও কোমরপানি জমে যায়। জলজটের পরিণতিতে সৃষ্টি হয় তীব্র যানজট। রাজধানীর অনেক সড়কে পানি জমে থাকায় ঘণ্টার পর ঘণ্টা গাড়ি থমকে ছিল। সচিবালয় দুপুর ২টা থেকে সন্ধ্যা প্রায় ৬টা পর্যন্ত তলিয়ে ছিল। জলজটের কারণে কর্মজীবীদের এক বড় অংশকে কয়েক ঘণ্টা আটকে থাকতে হয় নিজ নিজ কর্মস্থলে। শেষ বিকালে অসময়ের বৃষ্টিতে গণপরিবহন সংকটে নগরবাসীর ঘরে ফেরার ভোগান্তি ছিল চোখে পড়ার মতো। সচিবালয়ের সামনের আবদুল গনি সড়ক, জিরো পয়েন্ট, গুলিস্তান, সচিবালয় লিংক রোড, প্রেস ক্লাব এলাকা, সেগুনবাগিচা, পল্টন, বিজয়নগর, মতিঝিল, মৎস্য ভবন মোড় থেকে কাকরাইল মসজিদ পর্যন্ত সড়ক, নাইটিঙ্গেল মোড় থেকে ঢাকা কলেজ, আরামবাগ, ফকিরাপুল, কমলাপুর, কারওয়ান বাজার, মানিক মিয়া এভিনিউ, বিজয় সরণি, খামারবাড়ি খেজুরবাগান সড়ক, ধানমন্ডি ২৭ নম্বর, মিরপুর-১০ নম্বর গোলচত্বর, মগবাজার, পেয়ারাবাগ, কাজীপাড়া, শেওড়াপাড়াসহ নগরীর আরও অনেক ব্যস্ততম এলাকা পানিতে তলিয়ে যায়। রাজধানীর প্রায় সব অংশে দেখা দেয় সীমাহীন দুর্ভোগ। ঢাকা ওয়াসা নামের শ্বেতহস্তী প্রতিষ্ঠানটি গত এক দশকে রাজধানীর জলাবদ্ধতা দূরীকরণে অন্তত ৫২৩ কোটি টাকা খরচ করেছে। গত অর্থবছরেও এ বাবদ সরকারের কাছ থেকে তারা বরাদ্দ পেয়েছে ৪০ কোটি টাকা। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ওয়াসাকে দেওয়া হয়েছে ৫ কোটি টাকা। বিগত এক দশকে শত শত কোটি টাকা খরচ করেও জলাবদ্ধতা সমস্যার কী সমাধান করেছে ওয়াসা তা বোঝা গেছে মঙ্গলবারের দেড় ঘণ্টার বৃষ্টিতে। জলাবদ্ধতা সমস্যার সমাধানে সরকারের আন্তরিকতা নিয়ে সন্দেহের অবকাশ নেই বললেই চলে। গত এক দশকে শুধু ওয়াসার এ-সংক্রান্ত প্রকল্পে ৫২৩ কোটি টাকা ব্যয়ের ঘটনায় প্রমাণিত হয়েছে সরকার কতটা আন্তরিক। তবে তা কর্তাব্যক্তি ও ওয়াসার কিছু কর্মকর্তা-কর্মচারীর পকেটের শ্রীবৃদ্ধি ঘটালেও নাগরিকদের স্বস্তি বয়ে আনতে পারেনি। নগরবাসীকে জলাবদ্ধতা থেকে রেহাই দিতে হলে সবার আগে ওয়াসাকে অবশ্যই উপন্যাসের বাগদাদের চোরদের কবল থেকে মুক্ত করতে হবে। ওয়াসায় লুটেরাদের আছর থাকলে জলাবদ্ধতা নিরসনের নামে শুধু অর্থেরই অপচয়ই ঘটবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর