বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ব্যবসার পরিবেশ

সুশাসন নিশ্চিত করা জরুরি

ব্যবসার পরিবেশ উন্নতিতে বাংলাদেশে বড় বাধা উচ্চমূল্যের জ্বালানি এবং তার পরের বাধা সুশাসন। মঙ্গলবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রকাশিত ‘রিজিওনাল রিস্ক ফর ডুইং বিজনেস-২০১৯’ প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহীর মতামতের ভিত্তিতে এ প্রতিবেদনটি করা হয়। ১৪১টি দেশের তথ্য নিয়ে প্রকাশ করা হয়েছে এবারের প্রতিবেদনটি। এতে বলা হয়েছে, মানুষের জীবনযাত্রার অনেক উন্নতি হলেও অর্থনীতির ঝুঁকিগুলো সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। বিশ্বপরিস্থিতি আগের চেয়ে আরও জটিল হয়েছে। এবারের প্রতিবেদনে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে উল্লেখ করা হয়েছে পানির সংকটকে। গেল বছর দক্ষিণ এশিয়ায় সুশাসনের অভাবকে বড় বাধা হিসেবে চিহ্নিত করা হলেও বিশুদ্ধ পানির সংকট এবার সবার ওপরে উঠে এসেছে। মূলত জলবায়ুর পরিবর্তন ও খরার কারণে দক্ষিণ এশিয়ায় ভূ-উপরিস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। ২০২০ সালের মধ্যে ভারতের বড় ২০টি শহরে বিশুদ্ধ পানির সংকট দেখা দেবে। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার জন্য পানি একটি বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। এ অঞ্চলের ভূরাজনীতিতেও বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে পানি। আঞ্চলিক বিরোধে নদীর পানি একটি বড় অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে। এর পরই সন্ত্রাসী হামলাকে ঝুঁকি হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। এ অঞ্চলের ব্যবসায়ীরা মন্দার আশঙ্কাও করছেন। মনুষ্যসৃষ্ট পরিবেশগত সংকট এ অঞ্চলের বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে জ্বালানি সমস্যাকে যেভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে তা নিয়ে দ্বিমত হওয়ার অবকাশ কম। তবে স্বীকার করতেই হবে, সরকার এ সমস্যার সমাধানে দৃষ্টিগ্রাহ্য নানা পদক্ষেপ নিয়েছে। বিদেশ থেকে আমদানি করা হচ্ছে তরল গ্যাস। বিদ্যুৎ চাহিদা মেটাতে দেশে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথেও পা দিয়েছে বাংলাদেশ। দেশে একসময় পর্যাপ্ত গ্যাস উৎপাদিত হওয়ায় তা সস্তায় ব্যবহার করার সুযোগ পেয়েছেন ব্যবসায়ীরা। গ্যাস এখন আমদানিনির্ভর পণ্য হওয়ায় স্বভাবতই এ খাতে বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। তার পরও জ্বালানি খাতে বাংলাদেশে ধারেকাছের দেশগুলোর চেয়ে খরচ বেশি এমন কথা বলার সুযোগ কম। তবে সুশাসনের অভাব অবশ্যই দেশের ব্যবসার জন্যও সমস্যা। যে সমস্যা কাটিয়ে উঠতে চেষ্টাও চলছে। এ চেষ্টা কতটা সফল হবে তার ওপর শুধু ব্যবসা নয়, দেশের অনেক কিছুই নির্ভরশীল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর