সোমবার, ৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

পুলিশ-বিহারি সংঘর্ষ

সংঘাত কাম্য নয়

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বিহারিদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১২ পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। জেনেভা ক্যাম্পে বিনামূল্যে বিদ্যুৎ দাবি করছিল বিহারিরা। স্থানীয় কাউন্সিলরসহ অন্যরা বিক্ষোভকারী বিহারিদের বোঝাতে গেলে তারা তাদের ওপর চড়াও হয়। পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে বিহারিরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ বিহারিদের ওপর কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। আটকেপড়া পাকিস্তানি বা বিহারিদের জেনেভা ক্যাম্পে ব্যবহৃত বিদ্যুতের মূল্য পরিশোধ করত ত্রাণ মন্ত্রণালয়। আদালত বিহারিদের নাগরিকত্ব দেওয়ার নির্দেশ দেওয়ায় ত্রাণ মন্ত্রণালয় বিদ্যুৎ বিল দেওয়া বন্ধ করে। এ ক্যাম্পে মাসে বিদ্যুৎ বিল আসে ১ কোটি ২০ লাখ টাকার মতো। বিহারিরা কয়েক মাস ধরে বিল পরিশোধ না করায় শুক্রবার রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর থেকেই বিহারিরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আসছিল। শনিবার স্থানীয় কাউন্সিলর তাদের বুঝাতে গেলে একপর্যায়ে কথা কাটাকাটি হয়। পুলিশ এবং র‌্যাব সদস্যরাও বিহারিদের বুঝানোর চেষ্টা করেন। কিন্তু বিক্ষুব্ধ বিহারিরা তাদের ওপর হামলা এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষুব্ধরা পুলিশের গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সময় বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে ওই এলাকাসহ আশপাশে উত্তেজনাকর পরিস্থিতির উদ্ভব ঘটে। পরে সেখানে অতিরিক্ত পুলিশ ছাড়াও র‌্যাব সদস্য মোতায়েন করা হয়। বিক্ষুব্ধদের দাবি, বিদ্যুতের দাবিতে তারা শান্তিপূর্ণভাবে গজনবী রোডে অবস্থান নিলে পুলিশ ক্যাম্পবাসীদের ওপর লাঠিচার্জ শুরু করে। এরপর তারাও উত্তেজিত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ রেসিডেন্সিয়াল কলেজের সামনে থেকে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের অধিবাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিঃসন্দেহে অনাকাক্সিক্ষত দুর্ভাগ্যজনক ঘটনা। বিদ্যুৎ ব্যবহার করতে হলে দেশের অন্য যে কোনো নাগরিকদের মতো জেনেভা ক্যাম্পের বাসিন্দাদেরও দাম পরিশোধ করতে হবে। আটকেপড়া পাকিস্তানি হিসেবে এতদিন মানবিক কারণে ত্রাণ মন্ত্রণালয় তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করলেও বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার পর সে সুযোগ না থাকাই স্বাভাবিক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর