বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
ইতিহাস

খালখেয়ালি নীতি

পল পটের খামখেয়ালি নীতি আর ধ্যান-ধারণার কারণে ভিয়েতনাম ও সোভিয়েত ইউনিয়ন পল পট এবং তার দলের প্রতি বিরাগভাজন হয়, সরিয়ে নেয় সহযোগিতার হাত। তাই বলা যায়, পল পট যখন মার্কসবাদের কথা বলছেন তা কি সহি মার্কসবাদ অর্থাৎ মার্কসের সহি ইন্টারপ্রিটেশন কিনা সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

এবার দেখা যাক রাজতন্ত্র ডিমোলিশ করে পল পট যে নতুন কমিউনিস্ট সরকার গঠন করলেন তার একেবারে শুরুর দিকে গৃহীত কিছু নীতি-

১. ধনী-গরিবমুক্ত শ্রেণিহীন সমাজ গঠনের জন্য প্রথম দিনেই সব অর্থ (সড়হবু) বাতিল ঘোষণা করা হয়।

২. সব প্রাইভেট ও পাবলিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়। তার দৃষ্টিতে এই স্কুলগুলো পশ্চিমা শিক্ষার আঁতুড়ঘর। এগুলোকে পরিণত করা হয় টর্চার সেলে।

৩. সব বাজার, মার্কেট, কাপড়ের দোকান বন্ধ ঘোষণা করা হয়।

৪. প্রাইভেট পাবলিক ট্রান্সপোর্টেশন নিষিদ্ধ ঘোষণা করা হয়। প্রাইভেট গাড়িগুলো ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়।

৫. ব্যক্তি সম্পত্তি অর্জন নিষিদ্ধ করা হয়। অর্জিত আগের সম্পদ বাজেয়াপ্ত করা হয়।

৬. ধর্মীয় স্থাপনা যেমন প্যাগোডা, মসজিদ ও চার্চ নিষিদ্ধ করা হয়। ধর্ম পালন অপরাধ সাব্যস্ত হয়।

৭. অবিপ্লবী এন্টারটেইনমেন্ট, খেলাধুলা নিষিদ্ধ ঘোষণা করা হয়।

৮. পরিবারপ্রথা বিলোপ করা হয়। পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা, মায়ামমতা প্রদর্শন নিষিদ্ধ করা হয়।

৯. একসঙ্গে তিনজন একত্র হলে গ্রেফতার শুরু হয়, অনেক ক্ষেত্রে স্পটেই হত্যা করা হয়।

পরিবারপ্রথা বিলোপ করে বয়সের ভিত্তিতে মানুষদের ক্লাস করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর