শনিবার, ১২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

হুন্ডি ব্যবসায়ীদের ধরুন

বন্ধ হোক বিদেশে অর্থ পাচার

হুন্ডির মাধ্যমে ক্যাসিনো ব্যবসার হোতাদের বিদেশে অর্থ পাচার সম্পর্কে তদন্ত চলছে। হুন্ডি ব্যবসায় সংশ্লিষ্টদের খুঁজে বের করার চেষ্টাও চলছে। দুনিয়ার যেসব দেশ থেকে বিদেশে ব্যাপক মাত্রায় অর্থ পাচার হয় সেই তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। এ বিড়ম্বনা এড়াতে সরকারের নানা পদক্ষেপ গ্রহণেও মিলছে না কাক্সিক্ষত সুফল। সরকারের দায়িত্বশীল অন্তত আটটি সংস্থার নজরদারি ও ব্যাংকিং লেনদেনে কড়াকড়ি সত্ত্বেও হুন্ডির আগ্রাসন থামানো যাচ্ছে না। বিদেশগমন, চিকিৎসা ব্যয় মেটানো, ব্যবসা-বাণিজ্য পরিচালনা, বৈদেশিক কেনাকাটাসহ জীবনযাত্রার নানা ক্ষেত্র এখন হুন্ডির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের মুদ্রা লেনদেন সহজীকরণ, ব্যাংকগুলোর নানা সেবামূলক ব্যবস্থাপনাও হুন্ডি বাণিজ্য রোধ করতে পারছে না। আন্তর্জাতিক বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী হুন্ডির মাধ্যমে পাচারকৃত অর্থের পরিমাণ বছরে প্রায় ৪৫ হাজার কোটি টাকা। বছর দু-এক আগে পিলে চমকানো তথ্য তুলে ধরা হয় ওয়াশিংটনভিত্তিক সংস্থা গ্লোবাল ফাইন্যানশিয়াল ইনটিগ্রিটির প্রতিবেদনে। এতে বলা হয়, বাংলাদেশ থেকে এক দশকে বিভিন্ন দেশে ৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে।

বাংলাদেশ থেকে প্রতি বছর যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে তার একটা বড় মাধ্যম হুন্ডি। এর বাইরে বিদেশে টাকা পাচার হচ্ছে ব্যবসার নামে। দেশ থেকে বৈধভাবে টাকা পাঠানোর কোনো পদ্ধতি না থাকায় অবৈধ পথেই পাচার হয়, আর পাচার হওয়া এ টাকা রাখা হচ্ছে বিভিন্ন দেশের ব্যাংকে। অন্য দেশের নাগরিকত্ব নিতেও বিনিয়োগ করা হচ্ছে পাচারের টাকা। গার্মেন্ট ব্যবসায়ী থেকে শুরু করে রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা, সরকারের সাবেক এবং বর্তমান আমলা, বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ এ টাকা পাচারের সঙ্গে সরাসরি জড়িত। ক্যাসিনো ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট তথাকথিত যুবনেতাদের দ্বারাও বিদেশে পাচার হয়েছে শত শত কোটি টাকা। বিদেশে জুয়া খেলতে বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে অর্থ পাচার করা হয়েছে। বিদেশে অর্থ পাচার ও হুন্ডির মাধ্যমে প্রবাসীদের টাকা পাঠানোর প্রবণতা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বিসংবাদ সৃষ্টি করছে। অর্থ পাচারের এ ধারা দেশের অর্থনীতির জন্য সংকট ডেকে আনছে। বৃহত্তর জাতীয় স্বার্থেই অর্থ পাচারের বিরুদ্ধে সরকারকে কড়া হতে হবে। পাচারকারীদের বিরুদ্ধে গড়ে তুলতে হবে আইনি প্রতিরোধসহ কার্যকর ব্যবস্থা।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর