সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

হলে তল্লাশি অভিযান

সব শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন ব্যবস্থা নিন

বুয়েটে রাজনীতি নিষিদ্ধ ঘোষণার পর দিনই হলে হলে তল্লাশি অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুয়েট ছাত্রলীগের অফিস এবং ওই সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকের কক্ষ সিলগালা করে দেওয়া হয়েছে। এর আগে বুয়েটের হলগুলো থেকে অবৈধ দখলদারি উচ্ছেদ ও রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর অফিস সিলগালা করার নির্দেশনা জারি করে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে যারা হলের সিট দখল করে আছে, তাদের সিট খালি করতে এবং রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর অফিস কক্ষ বন্ধ করে তা সিলগালা করার জন্য ছাত্রকল্যাণ পরিচালক ব্যবস্থা নেবেন। ভবিষ্যতে কেউ সাংগঠনিক ছাত্ররাজনীতি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে শৃঙ্খলা লঙ্ঘনের দায়ে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে র‌্যাগিং বা ছাত্র নির্যাতনের অভিযোগ উঠলে ডিসিপ্লিনারি কমিটির মাধ্যমে দ্রুত বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। র‌্যাগের নামে ছাত্রদের নির্যাতনের ঘটনা-সংক্রান্ত অভিযোগ জমাদান ও প্রকাশের জন্য ওয়েব বেজড পোর্টাল তৈরি করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনলাইনেই ছাত্ররা তাদের অভিযোগ জমা দিতে পারবেন। এসব অভিযোগ পর্যবেক্ষণ করে ডিসিপ্লিনারি কমিটির মাধ্যমে দ্রুত বিচারের ব্যবস্থা থাকবে। বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার পর হলে হলে তল্লাশি এবং মানুষ শকুন হিসেবে আবির্ভূত সন্ত্রাসীদের কক্ষ সিলগালা করে দেওয়ার ঘটনা প্রশংসার দাবিদার। শিক্ষার্থীদের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনও স্বস্তিদায়ক ঘটনা। বুয়েট ছাত্র আবরার হত্যাকা-ের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেছিলেন, অন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানের হলেও তল্লাশি চালানো হবে। আমরা আশা করব প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত অভিযান অতি দ্রুত শুরু করা হবে। দু-একটি বাদে দেশের প্রায় প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সরকারি কলেজে বিশেষ ছাত্র সংগঠনের নেতা নামধারী মানুষ শকুনদের দখলদারিত্ব রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের  জীবনই তারা অতিষ্ঠ করে তুলছে না, ধারেকাছের এলাকার মানুষও তাদের অপকর্মের শিকার।  শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত করতে ছাত্রবেশী  দুর্বৃত্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া জরুরি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর