শিরোনাম
বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

পুকুরে মাছ চাষ

অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে হবে

বাংলাদেশে পুকুরে মাছ চাষের ক্ষেত্রে সাম্প্রতিক বছরগুলোয় বৈপ্লবিক সাফল্য অর্জিত হয়েছে। গত ৩৪ বছরে দেশে মাছের উৎপাদন বেড়েছে ৬ গুণ। এ সাফল্য অর্জনে পুকুরে মাছের চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ সময়ে পুকুরে মাছের উৎপাদন বেড়েছে ১২ গুণের বেশি। দেশের ১ কোটি ৮০ লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাছ চাষ ও এই ব্যবসার সঙ্গে জড়িত। খাদ্যনীতিবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফুডপলিসি রিসার্চ ইনস্টিটিউটের তথ্যানুযায়ী পুকুরে মাছ চাষে বাংলাদেশ সারা বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সহযোগী দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে মৎস্য খাতের অবদান শীর্ষ তিনের মধ্যে রয়েছে। আর কর্মক্ষম মানুষের ২৩ শতাংশ এখন কোনো না কোনোভাবে মৎস্য খাতের সঙ্গে যুক্ত। বাংলাদেশের মানুষের মাথাপিছু মাছ খাওয়ার পরিমাণ ১৯৯০ সালে ছিল বছরে সাড়ে ৭ কেজি, এখন তা ৪ গুণ বৃদ্ধি পেয়ে ৩০ কেজিতে পৌঁছেছে। মৎস্য অধিদফতরের হিসাবে, বাংলাদেশে ২০১৭-১৮ সালে মোট মাছের উৎপাদন হয় ৪২ লাখ ৭৬ হাজার ৬৪১ মেট্রিক টন। এর মধ্যে পুকুরে উৎপাদিত হয় ২৪ লাখ ৫ হাজার ৪১৫ টন। অথচ ১৯৮৩-৮৪ সালে পুকুরে মাছের উৎপাদন ছিল মাত্র ১ লাখ ৭৮ হাজার টন। দেশের ২৪টি জেলায় পুকুরে মাছের চাষ দ্রুত বেড়েছে। এর মধ্যে বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, গাজীপুর ও নেত্রকোনায় পুকুরে মাছের চাষ সবচেয়ে বেশি বেড়েছে। এসব জেলায় পুকুরে মাছ চাষ বছরে ১০ শতাংশ হারে বেড়েছে। অন্যদিকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘেরে মাছ চাষ গত দুই যুগে ২৪ শতাংশ কমেছে। সেখানেও পুকুরে মাছ চাষ জনপ্রিয় হচ্ছে। দেশে পুকুরে মাছ চাষ বৃদ্ধি নিঃসন্দেহে আশাজাগানিয়া ঘটনা। গত তিন যুগে দেশে পুকুরের সংখ্যা বৃদ্ধি পাওয়ার বদলে কমেছে। তবে একসময় যেসব পুকুর ব্যবহার হতো শুধু গোসল করা, কাপড় ধোয়া ও বাসন পরিষ্কারের কাজে সেগুলোয় মাছ চাষের উদ্যোগ বৈপ্লবিক পরিবর্তন এনেছে। তার পরও বলা যায়, পুকুরে মাছ চাষের যে সম্ভাবনা রয়েছে তার এক বড় অংশ এখনো অব্যবহৃত। গ্রামাঞ্চলে শক্রতামূলকভাবে প্রতিপক্ষের মাছের খামার বা পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা কিংবা চুরি করে মাছ ধরা একটি নিয়মিত ব্যাপার। এসব দুষ্কর্ম রোধ করা গেলে অনেকেই পুকুরে মাছ চাষে উৎসাহী হবে এবং দেশের সার্বিক মাছ উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর