বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

অনন্য দুটি বিশ্ববিদ্যালয়

অন্যদের জন্য অনুকরণীয় হওয়া উচিত

দেশের পাবলিক বিদ্যালয়গুলোয় ছাত্র ও শিক্ষক রাজনীতির নামে যথেচ্ছতা বিরাজ করলেও খুলনা বিশ্ববিদ্যালয় এ ক্ষেত্রে ব্যতিক্রম। একই ধরনের ব্যতিক্রমের অধিকারী খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এ দুটি বিশ্ববিদ্যালয়ে নেই ছাত্রনেতা ও ক্যাডার নামধারীদের দৌরাত্ম্য, নেই অস্ত্রের ঝঙ্কার, চাঁদাবাজি। সেশনজটের অত্যাচার থেকেও মুক্ত এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। খুলনা বিশ্ববিদ্যালয় ১৯৯১ সালের ৩০ আগস্ট ৮০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা করে। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তখন ছাত্র রাজনীতির অভিশাপে চরম অস্থিরতা বিরাজ করছিল। সংঘর্ষ, গুলি, আতঙ্ক ছিল নিত্যদিনের ঘটনা। এ অবস্থায় যখন খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়, ঠিক সেদিনই ওরিয়েন্টেশনের আগেই প্রথম ব্যাচের শিক্ষার্থীরা স্থির করেন, তারা এ বিশ্ববিদালয়কে রাজনীতিমুক্ত রাখবেন। ওরিয়েন্টেশনে প্রথম উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমান এ বিষয়ে তাদের শপথবাক্য পাঠ করান। আজও সেই শপথ ভাঙেননি শিক্ষার্থীরা! খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য কোনো নিজস্ব ফোরাম নেই, নেই কোনো দলীয় নেতা, কোনো দলের স্বার্থান্বেষী কার্যক্রম। নেই টেন্ডারবাজিও। অস্ত্রের ঝঙ্কার দূরে থাক, রক্তের বিভীষিকাও নেই। তবে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার ক্ষেত্রে পিছিয়ে নেই তারা। এখানকার ছাত্ররা স্বপ্ন দেখেন সুন্দর আগামীর, স্বপ্ন দেখান সুন্দর আগামীর। প্রায় টানা তিন দশক ধরেই খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাত্র রাজনীতিমুক্ত। এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করলে শোনা যাবে না কোনো স্লোগান, শোনা যাবে না উচ্চৈঃস্বরে শব্দ। একাডেমিক ভবনসহ কোনো ভবনের গায়ে, দেয়ালের গায়ে লেখা নেই, চিকা মারা নেই, নেই কোনো সেøাগান লেখা। একই কৃতিত্ব দেখিয়েছে কমবেশি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়। সেশনজটমুক্ত এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষকরা ইতিমধ্যে দেশজুড়ে সুনাম অর্জন করেছেন শিক্ষার পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে। ছাত্র রাজনীতি ও শিক্ষক রাজনীতির দৈত্য এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে থাবা বিস্তার করতে না পারায় সারা দেশের জন্য তারা অনুকরণীয় হয়ে উঠেছে। বুয়েটের হত্যাকা- নিয়ে সারা দেশ যখন ফুঁসে উঠছে, ছাত্র-শিক্ষক রাজনীতির নামে অপরাজনীতির চর্চা বন্ধ যখন গণদাবিতে পরিণত হয়েছে তখন দেশের মানুষের কাছে ব্যতিক্রম বলে বিবেচিত হচ্ছে এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠান। অন্যদের কাছেও যা অনুকরণীয় বলে বিবেচিত হওয়া উচিত।

সর্বশেষ খবর