শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

এ নৈরাজ্যের অবসান হোক

যানবাহন ও গৃহস্থালি কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারগুলো নাগরিকদের জীবনের জন্য হুমকি হয়ে উঠেছে। নিম্নমানের সিলিন্ডার ও কিটস ব্যবহার এবং পাঁচ বছর পরপর রিটেস্ট করার নিয়ম না মেনে গাড়িচালকরা জীবন্ত বোমা নিয়ে যানবাহন চালাচ্ছেন। চালকদের পাশাপাশি গাড়ির গ্যাস সিলিন্ডার যাত্রী এমনকি পথচারীদের জীবনের জন্যও হুমকি সৃষ্টি করছে। প্রায়ই ঘটছে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা। এসব দুর্ঘটনায় হতাহতও হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সিএনজি সিলিন্ডারে প্রতি বর্গ ইঞ্চিতে ৩ হাজার ২০০ পাউন্ড চাপে গ্যাস ভরা হয়, ওই সময় গাড়ি ভয়াবহ বোমা হয়ে বিস্ফোরণের বিপদ সৃষ্টি করতে পারে, এ আশঙ্কা রোধে গ্যাস সিলিন্ডারের সঠিক মান রক্ষা করা জরুরি। এদিকে গৃহস্থালি কাজে ব্যবহৃত বেশকিছু এলপিজি সিলিন্ডারও বিস্ফোরিত হয়েছে। মানহীন সিলিন্ডার ব্যবহার করায় নিরাপদ রান্নাঘর হয়ে উঠেছে বিস্ফোরণের বিপজ্জনক স্থান। বাধ্যবাধকতা থাকলেও সিএনজিচালিত গাড়ির পাঁচ বছরের বেশি পুরনো সিলিন্ডার পুনঃপরীক্ষায় কেউ উদ্যোগী হচ্ছে না। রিটেস্টের মেয়াদোত্তীর্ণ প্রায় ৫ লাখ গাড়ি বিপজ্জনক সিলিন্ডার নিয়ে রাস্তায় চলছে। গত বৃহস্পতিবার চট্টগ্রামের আনোয়ারায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে তিনজনের প্রাণহানি ঘটেছে। ঘন ঘন দুর্ঘটনার কারণে সিএনজি সিলিন্ডারের নিরাপত্তায় উদ্বিগ্ন নিয়ন্ত্রক সংস্থা রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লি. মানহীন ও ঝুঁকিপূর্ণ সিলিন্ডার অনুসন্ধানে বিশেষ জোর দিচ্ছে। বিস্ফোরক পরিদফতরও  অননুমোদিত কনভারসন ওয়ার্কশপ নিয়ে বরাবরই উদ্বিগ্ন। নিয়ম মেনে সিলিন্ডার পরীক্ষা-নিরীক্ষা না করায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিস্ফোরক-সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, শুধু সিলিন্ডার বিস্ফোরণ নয়, গ্যাস-সংক্রান্ত দুর্ঘটনাগুলো ঘটছে ব্যবহারকারীর অসতর্কতায়। অসতর্কতা ও অজ্ঞতার কারণে যেনতেনভাবে সিলিন্ডার ব্যবহারে আগুন লেগে দুর্ঘটনা ঘটে। মানুষ যদি সতর্কতার সঙ্গে নিয়ম মেনে সিলিন্ডার ব্যবহার করে, তবে দুর্ঘটনা না ঘটারই কথা। দূরপাল্লার বাণিজ্যিক যানবাহন বিশেষ করে বাস-ট্রাকের কোনো কোনোটিতে দুই থেকে ছয়টি সিলিন্ডার সংযোজন করা হয়। এসব যানবাহনের ৫ লাখ সিলিন্ডারের পুনঃপরীক্ষার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এর অনেকটি ঝুঁকিপূর্ণ অবস্থায় চলছে। জননিরাপত্তার স্বার্থে দুর্ঘটনা রোধে এ ব্যাপারে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলো ও সরকার সক্রিয় হবে- আমরা এমনটিই দেখতে চাই।

 

সর্বশেষ খবর