মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বিশ্ব অর্থনীতিতে রাজত্ব

ফিনিক্স পাখির মতো উড়াল বাংলাদেশের

আগামী পাঁচ বছর যাবৎ বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধির ক্ষেত্রে যেসব দেশ রাজত্ব করবে তার শীর্ষ ২০টির মধ্যে থাকবে বাংলাদেশের নাম। আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের পরিসংখ্যান বিশ্লেষণ করে এমন আশাজাগানিয়া তথ্য দিয়েছে ব্লুমবার্গ। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির ৮৫ দশমিক ৮ শতাংশ থাকবে এই ২০ দেশের দখলে। বাকি ১৪ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে বিশ্বের বাকি দেশগুলো। প্রবৃদ্ধিতে নেতৃত্ব দানকারী দেশগুলো হচ্ছেÑ যুক্তরাষ্ট্র, চীন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, মিসর, স্পেন, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, যুক্তরাজ্য, বাংলাদেশ, পোল্যান্ড, কানাডা ও ভিয়েতনাম। আইএমএফ এ দেশগুলোকে অর্থনৈতিক প্রবৃদ্ধির ইঞ্জিন বা চালিকাশক্তি উল্লেখ করে বলেছে, এরাই মূল খেলোয়াড়Ñ যারা আগামী পাঁচ বছর পর্যন্ত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে নেতৃত্ব দেবে। তবে প্রবৃদ্ধির ধীরগতির কারণে আগামী পাঁচ বছরে বিশ্বপ্রবৃদ্ধির শীর্ষ ২০টি দেশের তালিকা থেকে বেশ কয়েকটি দেশ ছিটকে পড়বে বলে আশঙ্কা করছে আইএমএফ। প্রতিবেদনে ২০১৯ ও ২০২৪ সালের প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে যে সেরা ২০ দেশকে বেছে নেওয়া হয়েছে, সেই দুটি তালিকাতেই বাংলাদেশের নাম রয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান গত কয়েক বছর ধরে শীর্ষ পর্যায়ে। আগামী পাঁচ বছরও এ ধারা অব্যাহত থাকলে সমৃদ্ধ দেশের পথে বাংলাদেশের অগ্রযাত্রা নিশ্চিত হবে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল সমৃদ্ধ দেশ হিসেবে আত্মপ্রকাশ করা। মুক্তিযুদ্ধে বাংলাদেশ ধ্বংসস্তূপে পরিণত হলেও রূপকথার ফিনিক্স পাখির মতো ভস্ম থেকে উড়াল দেওয়ার কৃতিত্ব দেখিয়েছে। দেশের অর্থনীতি ইতিবাচক পথে এগিয়ে নেওয়ার সূচনা করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর ভূতের মতো পেছনের দিকে হাঁটার চেষ্টা করেছে ক্ষমতায় আসা পাকিস্তানি মোসাহেবরা। সেই অপমানজনক অবস্থা থেকে দেশকে অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে নেওয়ার কৃতিত্ব বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার। বর্তমান সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণের অবকাশ থাকলেও অর্থনৈতিক অগ্রগতি অর্জনে তাদের সাফল্য বিশ্বজুড়ে স্বীকৃত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর