বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ক্রিকেটারদের ধর্মঘট

সমস্যা এড়িয়ে চলা ভালো লক্ষণ নয়

জাতীয় দলের তারকা খেলোয়াড়সহ দেশের প্রথম শ্রেণির ক্রিকেটাররা ১১ দফা দাবি আদায়ে ধর্মঘটে নেমেছেন। দেশের ইতিহাসে ক্রিকেটারদের ধর্মঘটের ঘটনা এটাই প্রথম। তাদের দাবি-দাওয়ার মধ্যে রয়েছেÑ ম্যাচ ফি বাড়ানো, প্রিমিয়ার ক্রিকেট লিগে পছন্দমতো দল বদলের সুযোগ, ওয়ানডে টুর্নামেন্টের সংখ্যা বাড়ানো, বিপিএলে দেশি ও বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের সামঞ্জস্য থাকা প্রভৃতি। হঠাৎ করে আন্দোলনে নামলেও ক্রিকেটারদের দাবিগুলো বহুদিনের। নিজেদের প্রত্যাশার বিষয়গুলো নিয়ে জনে জনে কথা বলছেন তারা। কিন্তু আনুষ্ঠানিকভাবে ক্রিকেট বোর্ডকে জানাননি কখনই। তবে ক্রিকেট বোর্ডের সদস্যরা ক্রিকেটারদের অসন্তুষ্টির বিষয়টি জানতেন। তার প্রতিকারের বদলে উটপাখির মতো সংকট এড়াতে বালুতে মুখ গুঁজে থাকাকে করণীয় বলে ভেবেছেন। টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা একাট্টা হয়ে মিডিয়ার মুখোমুখি হয়ে সোমবার লিখিত আকারে ১১ দফা দাবি পেশ করে ধর্মঘটের ডাক দেন। দাবি না মানা পর্যন্ত তারা মাঠে না নামার সিদ্ধান্ত নেন। সাকিব আল হাসান মিডিয়ার মুখোমুখিতে যখন বলেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ফরম্যাটের ক্রিকেটে তারা বিরত থাকবেন, তখন মিরপুর একাডেমি মাঠে উপস্থিত তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়সহ উপস্থিত শখানেক ক্রিকেটার হাততালি দিয়ে একাত্মতা ঘোষণা করেন। ক্রিকেটাররা ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকার বদলে ধর্মঘটে নামবেন, তা কোনোভাবেই প্রত্যাশিত নয়। ধর্মঘটের মতো চরম পথে পা বাড়ানোর জন্য তারা নিজেরাও প্রস্তুত ছিলেন না। কিন্তু কুম্ভকর্ণের ঘুম ভাঙাতে ব্যর্থ হওয়ার পরই তারা ধর্মঘটের মতো অপ্রিয় পথে পা বাড়াতে বাধ্য হন। এই ধর্মঘটে ২৪ অক্টোবর জাতীয় ক্রিকেটের তৃতীয় রাউন্ড মাঠে গড়ানো নিয়ে সংশয় দেখা দিয়েছে। অনিশ্চিত হয়ে পড়েছে টাইগারদের ভারত সফর। বেশ কিছুদিন ধরেই ক্রিকেটপাড়ায় গুঞ্জন ছিল- পারিশ্রমিক বাড়ানোর দাবিতে আন্দোলনে যাবেন জাতীয় দলের ক্রিকেটাররা। কিন্তু ক্রিকেট বোর্ড কর্তৃপক্ষ পিঠে বেঁধেছি কুলো এবং কানে দিয়েছি তুলো নীতি অনুসরণ করায় বিপত্তি ঘটে। সমস্যার সমাধানে উটপাখির মতো বালুতে মুখ গুঁজে থাকার বদলে তারা বেরিয়ে আসবেন- এমনটিই প্রত্যাশিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর