বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বিদেশি বিনিয়োগের সুখবর

এ ধারা বজায় রাখতে হবে

বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বাড়ছে। বিনিয়োগ পরিস্থিতির ওপর আস্থা রেখে বিদেশি বিনিয়োগকারীরা ছুটছেন দক্ষিণ এশিয়ার এই দেশটিতে। পরিণতিতে বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগের ইতিবাচক প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে। দেশে ২০১৮-১৯ অর্থবছরে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৮৯ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের চেয়ে ৫০ দশমিক ৭৩ শতাংশ বেশি। গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে মন্ত্রণালয় ও বিভাগীয় কার্যক্রমের ওপর ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। বেপজায় ২০১৮-১৯ অর্থবছরে এফডিআই আসে ৩৩৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার। তা ছাড়া বেপজার আওতায় ইপিজেডে ১৯ হাজার ৫৪৮ জন বাংলাদেশির কর্মসংস্থান হয়। প্রতিবেদন অনুসারে, বাংলাদেশি প্রবাসীরা ১৬ দশমিক ৪২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে এবং এই সময় ৬ লাখ ৫৯ হাজার ১২৯ বাংলাদেশি বিদেশে চাকরি পায়। সভায় জানানো হয়, ২৩টি একনেক সভায় মোট ৩১৮ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া বার্ষিক উন্নয়ন প্রকল্পের ১ লাখ ৬৬ হাজার ৬৫৩ কোটি টাকা ব্যয়সাপেক্ষ ১ হাজার ৯৭৮টি প্রকল্পের মধ্যে বরাদ্দের ৯৪ দশমিক ৩৬ শতাংশ ব্যয় হয়েছে। বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি দেশের অর্থনীতির জন্য উৎসাহব্যঞ্জক ঘটনা। মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধের পরিণতিতে বাংলাদেশকে বিনিয়োগের ক্ষেত্র হিসেবে বিদেশি বিনিয়োগকারীরা বেছে নিতে উৎসাহী হচ্ছেন। বাংলাদেশে বিনিয়োগ করাকে নিরাপদও ভাবছেন তারা। প্রথমত, দুনিয়ায় যেসব দেশ উচ্চ প্রবৃদ্ধির রেকর্ডধারী বাংলাদেশ সে তালিকায়ও ওপরের দিকে। আন্তর্জাতিক অর্থনীতি বিশ্লেষকদের ধারণা, আগামী পাঁচ বছর অন্তত এ ধারা অব্যাহত থাকবে। প্রায় ১৭ কোটি মানুষের জনগোষ্ঠী অর্থাৎ বিশাল অভ্যন্তরীণ বাজার ও সস্তা শ্রমের জন্য বিনিয়োগকারীরা বাংলাদেশের দিকে মুখ ঘোরাচ্ছেন। বাংলাদেশের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের মনোভাব অক্ষুণœ থাকলে অচিরেই এ দেশ হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার প্রধান উৎপাদন কেন্দ্র।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর