বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

মসজিদে গমনাগমনের ফজিলত

যুবায়ের আহমাদ

মসজিদে গমনাগমনের ফজিলত

মসজিদ আল্লাহর ঘর। আল কোরআনে আল্লাহ বলেন, ‘আর এই যে মসজিদগুলো আল্লাহরই জন্য। তাই তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডেকো না।’ সূরা জিন, আয়াত ১৮। মসজিদের সঙ্গে মুমিনের রয়েছে এক আত্মিক সম্পর্ক। মসজিদকে কেন্দ্র করেই প্রসারিত হয়েছিল মদিনার রাষ্ট্রীয় কাঠামো। তবে মসজিদ নামাজের স্থান ও ইসলামী জ্ঞানের কেন্দ্র। নফল নামাজ ঘরে আদায় করা উত্তম হলেও ফরজ নামাজ মসজিদে এসে জামাতে পড়া আবশ্যক। ‘রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক অন্ধ সাহাবি এসে বললেন, ইয়া রসুলুল্লাহ! আমার এমন কেউ নেই যে আমাকে মসজিদে পৌঁছে দেবে। লোকটি মসজিদে উপস্থিত হওয়া থেকে অব্যাহতি চান এবং ঘরে নামাজ পড়ার অনুমতি চান। তিনি তাকে ঘরে নামাজ আদায়ের অনুমতি দেন। অন্ধ লোকটি যেতে শুরু করলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে জিজ্ঞাসা করেন, তুমি কি আজান শুনতে পাও? লোকটি বললেন, হ্যাঁ, শুনতে পাই। অতঃপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে এর জবাব দেবে অর্থাৎ মসজিদে উপস্থিত হবে।’ মুসলিম। নামাজের জন্য মসজিদে গমন করা এক অনন্য সওয়াবের কাজ। মসজিদে গমনকারীর প্রতিটি পদক্ষেপেই গুনাহ ক্ষমা করা হয়, সওয়াব প্রদান করা হয় এবং তার মর্যাদা বাড়ানো হয়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি নিজের ঘর থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করে নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে গমন করে, তার প্রতিটি পদক্ষেপে একটি সওয়াব লেখা হয়, তার জন্য একটি মর্যাদা বাড়ানো হয় এবং একটি গুনাহ ক্ষমা করা হয়।’ মুসলিম। মসজিদে গমনকারী আল্লাহর মেহমান। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কোনো মুসলমান ভালোভাবে অজু করে মসজিদে গমন করলেই সে আল্লাহর মেহমান। আর মেহমানকে সম্মান করা মেজবানের দায়িত্ব।’ মুজামুল কাবির। ইবাদতের জন্য মসজিদে যতবার আসা-যাওয়া করবে, আল্লাহ তার জন্য তত জান্নাতি মেহমানদারির ব্যবস্থা করবেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি সকাল-বিকাল মসজিদে গমনাগমন করবে, প্রতিবার গমনাগমনের বিনিময়ে আল্লাহ তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবেন।’ মুসলিম। কখনো রাতের অন্ধকারেও মসজিদে যাতায়াত করতে হয়। এতেও রয়েছে অনেক বড় পুরস্কার। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘অন্ধকার রাতে মসজিদে গমনকারীদের জন্য কিয়ামত দিবসে পূর্ণ নূরের সুসংবাদ দাও!’ আবু দাউদ। নামাজের উদ্দেশ্যে মসজিদে গমন করে কেউ মারা গেলে আল্লাহ তাকে জান্নাতের মহানিয়ামত দান করবেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তিন প্রকার লোকের প্রত্যেকেই আল্লাহর জিম্মায় থাকে। এর এক প্রকার হলো মসজিদে গমনকারী ব্যক্তি। মসজিদে গমনরত অবস্থায় সে মারা গেলে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। আর মসজিদ থেকে ফিরে এলে সে পুণ্য ও প্রতিদান পাবে।’ আবু দাউদ।

লেখক : খতিব, বাইতুশ শফীক মসজিদ বোর্ড বাজার (আবদুল গনি রোড), গাজীপুর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর